মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

বৃহস্পতিবার ২৬ মার্চ থেকে আগামী ৪ এপ্রিল শনিবার পর্যন্ত ১০ দিন কক্সবাজার ও আশেপাশের সড়কে কোন ধরনের গণপরিবহন চলবে না। গণপরিবহনের মধ্যে
টমটম (ই-বাইক), সিএনজি, বাস, ট্রাক, ড্রাম ট্রাক, কভার্ড ভ্যান সহ সব ধরনের ভাড়ায় চালিত যানবাহন এর আওতাভুক্ত থাকবে। বিষয়টি কক্সবাজার জেলা পুলিশের ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ সুপার (এএসপি) বাবুল চন্দ্র বণিক সিবিএন-কে নিশ্চিত করেছেন।
এএসপি (ট্রাফিক বিভাগ) বাবুল চন্দ্র বণিক আরো জানান, এম্বুলেন্স, ফায়ার সার্ভিস, কাঁচামাল পরিবহন, জরুরি ঔষুধ পরিবহন, গণমাধ্যম কর্মী, পত্রিকা পরিবহনের গাড়ি এ বন্ধের আওতা বর্হিভূত থাকবে।

করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের নেওয়া এ সিদ্ধান্ত সংশ্লিষ্ট সকলকে মেনে চলার জন্য তিনি অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন, এ নিষেধাজ্ঞা কেউ অমান্য করলে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী তাদের কঠোর আইনের আওতায় আনবে।