মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখতে ও নির্দেশনা মেনে চলতে কক্সবাজার জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

গত ২৪ মার্চ দিবাগত রাত্রেও কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বিপিএম (বার) জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন সহ প্রায় সমগ্র জেলা শহর পরিদর্শন করে করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি করতে চষে বেড়িয়েছেন। বৃহস্পতিবার ২৫ মার্চ সকাল থেকে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ইকবাল হোসাইন এর নেতৃত্বে ডিডেক্টিভ ব্রাঞ্চ (ডিবি) পুলিশের একটি প্রশিক্ষিত টিম শহরের বার্মিজ স্কুল রোড দিয়ে চাউল বাজার, বড়বাজার সহ সংশ্লিষ্ট এলাকার অলিগলিতে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দোকান ব্যতীত অন্য কোন দোকান খোলা পাওয়া মাত্রই লাটিচার্জ করে বন্ধ করে দিয়েছে। ৪/৫ জনের জমায়েত দেখলেই তাদের বিচ্ছিন্ন করে দিয়েছে। এ সংকটময় মুহুর্তে সকলকে নিজ নিজ বাড়িতে থাকার জন্য উৎসাহিত করছে। সতর্ক করেছেন সকলকে। এভাবেই সারদিন জীবনের ঝুঁকি কাজ করছে জেলা পুলিশের সদস্যরা। কিন্তু বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস জীবাণু থেকে এই পুলিশ বাহিনীর সদস্যরা আদৌ কতটুকু নিরাপদ, সেটা তারাও নিশ্চিত নয়। তারপরও এ মহাসংকটময় মুহুর্তে পুলিশ সদস্যরা নিজে ও তাদের পরিবারের জীবনের ঝুঁকি নিয়ে আমজনতাকে সেবা দিয়ে যাচ্ছে অবিরাম।