মোসলেহ উদ্দিন ,উখিয়া :

মা‌ছের প্রজেক্ট‌কে কেন্দ্র ক‌রে প্রতি‌বেশীর ম‌ধ্যে রেষা‌রে‌ষিতে প্রাণনা‌শের হুম‌কি অত:পর খুন করার সৃষ্ট ঘটনায় থানায় মামলা হওয়ার ১১মাস পার হ‌লেও পু‌লিশ এখ‌নো সার্জশীট ভুক্ত আসামী‌দের গ্রেপ্তার পা‌রে‌নি। পু‌লিশ বল‌ছে, আসামিরা গ্রেপ্তা‌রের ভয়ে গাঢাকা দি‌য়ে‌ছে। তা‌দের কে আটক করার চেষ্টা চল‌ছে।

এ‌দি‌কে ওই মামলার বাদী হোয়াইক্ষং দৈঙ্গাকাটার বা‌সিন্দা হা‌জি তৈয়ম গোলা‌লের পুত্র নুরুল বশর জানান, একই এলাকার জাফর আল‌মের ছে‌লে আবদুল মান্নান (৩২), আবদুল গফু‌রের ছে‌লে মো: ইউছুপ (৩৫) তার ৫॥৬ জ‌নের রো‌হিঙ্গা ভাড়া‌টিয়া‌দের নি‌য়ে ঘ‌রে এ‌সে মামলায় আ‌পোষ দি‌তে নিয়‌মিত ভয়ভী‌তি প্রদর্শণ সহ প্রাণনা‌শের হুম‌কি দি‌চ্ছে। তারা ব‌লে‌ছে, আ‌পোষ দি‌য়ে মামলা তুলে না নেওয়া হ‌লে ঘ‌রের অন‌্যান‌্যদেরও একই অবস্থা হ‌বে। এভা‌বে প্রতি‌নিয়ত হুম‌কিতে ভীত সন্ত্রস্থের ম‌ধ্যে র‌য়ে‌ছে প‌রিবার‌টি।

উ‌ল্লেখ যে, নিহত বাদীর ছে‌লে গোলাম স‌রোয়ার (২৫) দৈঙ্গাকাটা এলাকায় পৈতৃক জ‌মি‌তে মাছ চা‌ষের জন‌্য বে‌ড়িবাঁধ স্থাপনে তা‌তে মাছ চাষ শুরুক‌রে। এই ব‌্যবসা প্রতিপ‌ক্ষের চো‌খে বদনজর প‌ড়ে। এভা‌বে গা‌য়ে প‌ড়ে ঝগড়া, আর হুম‌কি ধম‌কি‌তে চল‌ছিল পক্ষ প্রতিপ‌ক্ষের ম‌ধ্যে। কিন্ত ২৫ এ‌প্রিল রা‌তের কোন এক সম‌য়ে নিহত হয় স‌রোয়ার। ওই সময় স্বজনরা দেখ‌তে পায় রক্তাক্ত অবস্থায় গলায় ওড়না পে‌চি‌য়ে বাঁ‌শের সা‌থে ঝু‌লি‌য়ে র‌য়ে‌ছে দুকন্যার জনক এ গোলাম স‌রোয়ার।

১১ মাসের ব্যবধানে পুলিশের হাত না লাগলেও তারা দিনদুপুরে অভয়ে ঘুরে বেড়াচ্ছে বলে পরিবারের অভিযোগ।