মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজারে করোনা ভাইরাস জীবাণুতে আক্রান্ত মহিলা মারা যাননি। তিনি কক্সবাজার জেলা সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি কক্সবাজার জেলা সদর হাসপাতালের তত্বাবধায়ক (সুপার) ডা. মোহাম্মদ মহিউদ্দিন সিবিএন-কে মঙ্গলবার ২৪ মার্চ সন্ধ্যা সাড়ে ৭ টায় সিবিএন-কে নিশ্চিত করেছেন। তিনি জানান, তাকে হাসপাতালে সাধ্যমতো চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তার চিকিৎসা তিনি নিজে সার্বক্ষনিক তদারক করছেন বলে জানান।

উক্ত মহিলার সন্তান কক্সবাজার সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সোলাইমান তার মায়ের সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।

প্রসঙ্গত, কক্সবাজারে করোনা ভাইরাস জীবাণুতে আক্রান্ত মহিলাটি সদর হাসপাতালে মারা গেছেন বলে একটি ভুঁয়া সংবাদ মঙ্গলবার বিকেল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।