শাহ্ মুহাম্মদ রুবেল, কক্সবাজার :

করোনা ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা পেতে ও জনগণকে সতর্ক করতে কক্সবাজার জেলা ট্রাফিক পুলিশের উদ্যোগে মাইকিং করা হয়েছে।

২৩ মার্চ (রবিবার) জেলা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে এ মাইকিং করা হয়। কক্সবাজার শহরের প্রধান প্রধান সড়কে টমটম চালক এবং যাত্রীদের সচেতন এবং সতর্ক করতে মাইকিং করা হয়েছে বলে জানিয়েছেন সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) বাবুল চন্দ্র বণিক।

টমটম নির্ভর কক্সবাজারে শতাধিক টমটম বিভিন্ন পথে চলাচল করে। প্রতিদিন গাদাগাদি করে গন্তব্যে ছুটছেন শতাধিক যাত্রী। কিন্তু ব্যক্তিগত পরিচ্ছন্নতার বিষয়টি একেবারে উপেক্ষিত থাকায় শঙ্কা বাড়ছে।

যাত্রীরা বলছেন, প্রতিটি টমটমে তাঁরা বাধ্য হয়ে গাদাগাদি ও ঠাসাঠাসি করে আট থেকে নয়জন নিয়ে চলাচল করেন। যেখানে একজন যাত্রীর নিশ্বাস আরেকজনের শরীরে লাগে। এই পরিস্থিতিতে যদি কোনোভাবে করোনাভাইরাস বহনকারী কেউ টমটমের যাত্রী হন, তাহলে দ্রুত অন্যদের সংক্রমিত হওয়ার ঝুঁকি আছে।

সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) বাবুল চন্দ্র বণিক জানিয়েছেন, টমটম চালক এবং যাত্রীদের সচেতন করতে ট্রাফিক পুলিশ কাজ করছে। মোড়ে মোড়ে বসানো হয়েছে চেকপোস্ট। কোন অবস্থাতেই চালকের পাশে যাত্রী নেওয়া যাবেনা। এখন প্রাথামিকভাবে সতর্ক করা হচ্ছে। কেউ নির্দেশনা না মানেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।