মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

চকরিয়া উপজেলার উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত অমান্য করে দিনের বেলায় ট্রাক ( ডাম্পার) দিয়ে বালু পরিবহন করায় একই উপজেলার ডুলাহাজারায় ৪ টি বালুর ট্রাককে মোবাইল কোর্ট পরিচালনা করে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার ২৩ মার্চ চকরিয়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন এ জরিমানা করেন।

এছাড়া একই অভিযানে চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ফুলছড়ি খালে অবৈধভাবে মাটি ফেলে খাল ভরাট করা হলে তা বন্ধ করা হয় এবং স্থানীয় জনপ্রতিনিধিকে ভরাটকৃত মাটি অপসারন করে খালের গতিপথ স্বাভাবিক করে দেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হয়।

একইসময়ে বরইতলী ইউনিয়নের পহরচাঁদা মৌজার মহছনিয়ার কাটা নামক স্থানে অবৈধভাবে পাহাড় কাটায় সরেজমিন পরিদর্শন করে পাহাড় কাটা বন্ধ করা হয়েছে এবং এজন্য পরিবেশ অধিদপ্তরকে প্রয়োজনীয় তথ্য যোগাড় করে দ্রুত মামলা করতে সুপারিশ করা হয়েছে বলে সিবিএন-কে চকরিয়া উপজেলা ভূমি অফিস নিশ্চিত করেছে।