মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

ঢাকাস্থ আইসিডিসিআর এর ল্যাবের পরীক্ষা রিপোর্টে কক্সবাজারের ২ জনের শরীরে কোন করোনা ভাইরাস (COVID-19) জীবাণু ধরা পড়েনি। করোনা ভাইরাস জীবাণু শরীরে আছে কিনা, তা পরীক্ষার জন্য আইসিডিসিআর এর ল্যাবে তাদের স্যাম্পল পাঠানো হয়েছিল। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় ২ জনের রিপোর্ট সম্পূর্ণ নেগেটিভ। নেগেটিভ রিপোর্ট পাওয়া ২ জনের শরীরে করোনা ভাইরাস লক্ষণ কিছুটা আছে মনে করে সম্পূর্ণ প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল।

কক্সবাজারের সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান সিবিএন-কে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, এটা অবশ্যই একটা আশা স্বস্তির বিষয়।

কক্সবাজারের সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমানের কাছে জানতে চাওয়া হয়েছিল, কক্সবাজার থেকে আর কতজনের স্যাম্পল পরীক্ষার জন্য আইইডিসিআর ল্যাবে পাঠানো হয়েছে? প্রাইভেসি ও বিধি নিষেধের কারণে সংখ্যাটা বলা যাচ্ছে না তিনি উত্তর দেন। তবে আরো ক’জনের স্যাম্পল পাঠানো আছে। যে গুলোর রিপোর্ট খুব শিঘ্রী পাওয়া যাবে। তিনি বলেন, কোন ব্যক্তির রোগ করোনা ভাইরাসের প্রাথমিক লক্ষণ মনে করলেই গুরুত্ব দিয়ে আমরা তার স্যাম্পল কালেকশন করে ঢাকা আইইডিসিআর ল্যাবে পাঠাচ্ছি।