সিবিএন ডেস্ক :

IOM এর প্রায় কোটি টাকার অর্থায়নে মাটি ভরাট, ঘাস লাগানো, মিনি গ্যালারী তৈরি, মুক্তমঞ্চ তৈরি, গাইডওয়াল ও পানি নিষ্কাশনের জন্য মাঠের চতুপার্শে ড্রেন তৈরির মাধ্যমে আন্তর্জাতিক মানের খেলার মাঠে উন্নীতকরণের কাজ গতকাল ২২ মার্চ থেকে শুরু হয়েছে।

কলেজ অধ্যক্ষ প্রফেসর এ.কে.এম ফজলুল করিম চৌধুরী বলেন, “কলেজের অবকাঠামোগত যথেষ্ট উন্নয়ন সাধিত হয়েছে ইতোমধ্যে। যা একাডেমিক পাঠদানে অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করছে। এর ফলে শিক্ষার্থীরা পড়াশোনায় মনোনীবেশ হয়ে পাবলিক পরীক্ষায় ভাল ফলাফলও করছে। এতদিন কলেজের খেলার মাঠটি অসমতল হওয়ার কারণে শিক্ষার্থীদের মাঝে খেলাধুলায় অনুশীলনের প্রতি তেমন আগ্রহ দেখা যায়নি। মাঠের চলমান এ সংস্কার কাজ সম্পন্ন হলে শিক্ষার্থীরা পড়ালেখার পাশাপাশি খেলাধুলার সুন্দর একটি পরিবেশ পাবে, যার ফলে শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে। এতে করে অনুশীলনের মাধ্যমে যোগ্য খেড়োয়াড় হিসেবে গড়ে উঠবে। তাছাড়া মাঠটি সম্পূর্ণরূপে সংস্কার কাজ সম্পন্ন হলে শুধুমাত্র কলেজের শিক্ষার্থীদের খেলার সুযোগ হবে না, বরং পর্যটন নগরী কক্সবাজারের যে কোন আন্তর্জাতিক মানের খেলার আয়োজন এ মাঠে করা যাবে। আমি ২০১৩ সালে কলেজে যোগদানের পর থেকে বহু চেষ্টা চালিয়েছি কলেজ মাঠটি সংস্কার করার জন্য। অবশেষে এ সংস্কার কাজে আন্তর্জাতিক অভিভাবসন সংস্থা (ওঙগ) এগিয়ে আসাতে কক্সবাজার সরকারি কলেজ পরিবারের পক্ষ থেকে ওঙগ কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।