ইমাম খাইর, সিবিএন
করোনা ভাইরাস সংক্রমণের আশঙ্কা থেকে কক্সবাজার জেলার সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহে ডিজিটাল হাজিরার পরিবর্তে ম্যানুয়েল হাজিরা গ্রহণের নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন।
সোমবার (২৩ মার্চ) সকালে জেলা প্রশাসকের ফেসবুকপেজে এ নির্দেশনা প্রচার করা হয়েছে।
জেলা প্রশাসক বলেছেন, বাংলাদেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়ায় সতর্কতা স্বরূপ জেলা প্রশাসকের কার্যালয়, সকল ইউএনও এবং এসিল্যান্ড অফিসে বায়োমেট্রিক হাজিরার পরিবর্তে ম্যানুয়েল হাজিরা গ্রহণ করা হচ্ছে।
তিনি বলেন, ডিজিটাল হাজিরা ডিভাইসে ফিঙ্গারপ্রিন্ট প্রদানের মাধ্যমে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার সম্ভাবনা প্রবল বিধায় কক্সবাজার জেলার সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহে ডিজিটাল হাজিরার পরিবর্তে ম্যানুয়াল হাজিরা গ্রহণ করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।