মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলা লকডাউন ঘোষনা করা হয়েছে। সাদুল্লাপুর উপজেলার ইউএনও মোঃ নবীনেওয়াজ রোববার ২২ মার্চ ২৬২ নম্বর স্মারকে জারীকৃত এক আদেশে এ লকডাউন ঘোষণা দেন।

আদেশে বলা হলা হয়, সাদুল্লাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়নের হাবিবুল্লাহপুর গ্রামের কাজল মন্ডলের বোনের বিবাহত্তোর সমবর্ধনা অনুষ্ঠানে দু’জন আমেরিকা প্রবাসী অনুষ্ঠানে অংশ নেন। পরে এ ২ জন প্রবাসীর শাররীক পরীক্ষায় করোনা ভাইরাস পজেটিভ পাওয়া যায়। এ বিবাহত্তোর সমবর্ধনা অনুষ্ঠানে ৪/৫ শ’ লোক অংশ নেন। পরে গত ২১ মার্চ গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ি) সংসদীয় আসনের উপ নির্বাচনে অনেকেই অংশ নেন। তাই করোনা ভাইরাস পজেটিভ পাওয়া উক্ত ২ জন আমেরিকা প্রবাসী থেকে বিবাহত্তোর সমবর্ধনা অনুষ্ঠান ও পরে উপ নির্বাচনে অংশ নেওয়া অনেকেই করোনা ভাইরাস জীবাণুতে সংক্রামিত হওয়ার আশংকা রয়েছে। তাই উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটি সর্বসম্মতক্রমে সাদুল্লাপুর উপজেলাকে লকডাউন ঘোষনা করার সিদ্ধান্ত নেন। পরে সিদ্ধান্ত অনুযায়ী সাদুল্লাপুর উপজেলার সকলের স্বাস্থ্য সুরক্ষায় সাদুল্লাপুর উপজেলার ইউএনও মোঃ নবীনেওয়াজ সাদুল্লাপুরকে লকডাউন ঘোষনা করেন।

করোনা ভাইরাস জীবাণু ব্যাপকভাবে সংক্রামিত হওয়ার আশংকায় এর আগে পিরোজপুর জেলার শিবচর উপজেলা লকডাউন ঘোষনা করা হয়। গাইবান্ধা জেলার সাদুল্লাপুর দেশের দ্বিতীয় লকডাউন ঘোষিত উপজেলা।