মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার জেলা প্রশাসনের নিষেধাজ্ঞা থাকা সত্বেও কক্সবাজার সদর উপজেলার খরুলিয়া বাজারে মহাসড়কের উপর বুধবার ২২ মার্চ দুপুর থেকে যথারীতি গবাদি পশুর হাঠ বসেছে। বেচা কেনাও চলছে অহরহ। সপ্তাহে ২দিন রোববার ও বুধবার খরুলিয়া বাজারে বাজার সংলগ্ন মহাসড়কে গবাদি পশুর হাঠ বসে। অথচ গত ২১ মার্চ কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন করোনা ভাইরাস প্রতিরোধে এক আদেশে জেলার সকল গবাদি পশুর হাঠ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ করে দেন।

এই নিষেধাজ্ঞা অমান্য করে রোববার খরুলিয়া বাজারের মহাসড়কে গবাদি পশুর হাঠ বসায় কক্সবাজার সদরের নবাগত ইউএনও মাহমুদ উল্লাহ মারুফ সিবিএন-কে বলেছেন, খরুলিয়ার গবাদি পশুর হাঠ সরানোর জন্য ইতিমধ্যে বাজারের ইজারাদার, ঝিলংজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু সুলতান ও স্থানীয় মেম্বারকে কড়াভাবে নির্দেশ দেওয়া হয়েছে। তারপরও খরুলিয়া বাজারে গবাদিপশুর হাঠের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য কক্সবাজার সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি-এসি ল্যান্ড) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহরিয়ার মুক্তারকেকে সেখানে পাঠানো হয়েছে।