মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

করোনা ভাইরাস (COVID-19) প্রতিরোধে নির্দেশিত দুরত্ব বজায় রেখে কক্সবাজার জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার ২২ মার্চ সকালে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম সিএসপি সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে জেলা রাজস্ব সভা ভিডিও কনফারেন্স এর মাধ্যমে অনুষ্ঠিত হয়।

করোনা ভাইরাস (COVID-19) প্রতিরোধে নির্দেশনা অনুযায়ী সভার উপস্থিত সদস্যরা একজন আরেকজন থেকে ন্যূনতম ৩ ফুট দুরত্ব বজায় রেখে আসন নেন। এটি ছিলো কক্সবাজারে করোনা ভাইরাস (COVID-19) প্রতিরোধে স্বাস্থ্য বিভাগের নির্দেশিত ও স্বাস্থ্যসম্মত, যথাযথ নিরাপদ দুরত্ব থেকে প্রথম সভা। যা সবার মাঝে প্রশংসা কুড়িয়েছে। নিরাপদ দুরত্ব রেখে এসভা চলাকালে অনেকেই বলছিলেন “এটি রাজস্ব সভা নয়, করোনা সভা”।

প্রসংগত, স্বাস্থ্য মন্ত্রী ডা. জাহিদ মালিক গত ২১ মার্চ করোনা ভাইরাস জীবাণুতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ও করোনা এর সার্বিক পরিস্থিতি নিয়ে গণমাধ্যমকে ব্রিফ করার সময় মন্ত্রীর পিছনে ও পাশে অপ্রয়োজনীয় লোকজনের জটলা থাকায় তাকে তুমুল সমালোচনার মুখে পড়তে হয়।

রোববার ২২ মার্চ অনুষ্ঠিত জেলা রাজস্ব সভায় অন্যান্যের মধ্যে কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোহাঃ শাজাহান আলি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, আরডিসি জাবেদ কায়সার প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় বলে সভায় অংশগ্রহণকারী একজন সদস্য সিবিএন-কে জানিয়েছেন।