সিবিএন ডেস্ক
মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ও তার স্ত্রীর শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়নি। দুইজনের শরীরে কোভিড-১৯ পরীক্ষার পর শনিবার পেন্সের প্রেস সেক্রেটারি টুইটারে এ তথ্য জানিয়েছেন।

শনিবার (২২ মার্চ) এক বিবৃতিতে হোয়াইট হাউস জানায়, শুক্রবার সন্ধ্যায় তারা ভাইস প্রেসিডেন্টের অফিসের এক কর্মী করোনায় আক্রান্ত বলে জানতে পারেন। হোয়াইট হাউসের বিবৃতিতে দাবি করা হয়, ট্রাম্প কিংবা পেন্স কেউই ওই ব্যক্তির সংস্পর্শে আসেননি। পরে সিদ্ধান্ত হয়, পেন্সের শরীরে করোনা ভাইরাস পরীক্ষা করা হবে।

শনিবার পেন্সের প্রেস সেক্রেটারি কেটি মিলার টুইটে লিখেছেন, ‘আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ও সেকেন্ড লেডি কারেন পেন্সের শরীরে করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।’

ওয়ার্ল্ডওমিটারের ওয়েবসাইট অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ২৬ হাজার ৮৯২। এরমধ্যে অন্তত ৩৪৮ জন মারা গেছে। এর আগে ট্রাম্পের করোনা ভাইরাস পরীক্ষা করে নেগেটিভ ফল আসার কথা জানিয়েছিল হোয়াইট হাউস।