আল মাহমুদ ভূট্টো :
মরনব্যাধি করোনা ভাইরাস সম্পর্কে জনগনকে সচেতন করতে, কোয়ারেন্টাইন না মানা সদ্য বিদেশ ফেরত প্রবাসীদের খুঁজতে এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার দর স্থীতিশীল রাখতে উপজেলার প্রত্যন্ত অঞ্চল চষে বেড়াচ্ছেন রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমা। তিনি প্রতিদিন ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তিনি অসৎ ব্যবসায়ী এবং কোয়ারেন্টাইন অমান্য করা বিদেশ ফেরত প্রবাসীদের আর্থিক জরিমানাসহ সতর্ক করে দিচ্ছেন। শনিবার (২১ মার্চ) নিত্যপন্যের দাম বেশি রাখায় উপজেলার জোয়ারিয়ানালা বাজারের মেসার্স নুর হুসেন কে ২ হাজার টাকা, আলী হোসেনের দোকানে ২ হাজার, মো জকরিয়ার দোকানে ৬ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন রামু উপজেলা নির্বাহী অফিসার প্রনয় চাকমা। এছাড়া হোম কোয়ারেন্টাইনে না থাকায় দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের খোন্দকার পাড়ার সদ্য ওমান ফেরত মুফিদুল আলম নামের এক ব্যক্তিকে ১০ হাজার টাকা অর্থদন্ড দেন।