মিছবাহ উদ্দিন
কক্সবাজার সদরের ঈদগাহ চাঁন্দেরঘোনায় গোয়াল ঘর থেকে লক্ষাধিক টাকা মূল্যের দুইটি গরু লুট করেছে সংঘবদ্ধ ডাকাতদল।
২১ মার্চ ভোররাত ৪ টার দিকে ঘটনাটি ঘটে।
গরু দুইটির মালিক দরগাপাড়ার মৃত আবু শমার ছেলে মোহাম্মদ আলি প্রকাশ মাতু।
বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য জান্নাতুল ফেরদৌস।
গরুর মালিক মোহাম্মদ আলি জানান, প্রতি রাতের ন্যায় গোয়াল ঘরের দরজা বন্ধ রেখে সবাই ঘুমিয়ে পড়ে। হঠাৎ ভোররাত চারটার দিকে গরুর আওয়াজ শুণতে পেয়ে উঠে দেখেন, একটি মিউজিক গাড়িতে করে গরুগুলো নিয়ে যাচ্ছে। অনেক শোর চিৎকার করার পরেও কেউ বের না হওয়ার ডাকাতদের ধরতে সক্ষম হন নি। তিনি একা কিছুদূর পেছনে ধাওয়া করেও ডাকাতদলের লাগাম পান নি।
গরু চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে অজানা আতংক বিরাজ করছে।
ঈদগাহ পুুলিশ তদন্ত কেন্দ্রের আইসি আসাদুজ্জামান গরু চুরির বিষয়টি তাকে ফোনে জানানো হয়েছে বলে স্বীকার করেছেন।
তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন তিনি।