প্রেস বিজ্ঞপ্তি :

কলাতলীতে করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে সুবিধাবঞ্চিত জনসাধারণের মধ্যে বিনামূল্যে মাস্ক বিতরণ ও বিদেশফেরত ব্যক্তিদের হোম কোয়ারেন্টাইনে থাকতে লিফলেট বিতরণ করেন শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ।

শুক্রবার সকাল ১০ঘটিকায় কলাতলীতে জনসেচতনতা বৃদ্ধিতে করোনাভাইরাসের লক্ষণ ও সতর্কতামূলক নির্দেশনা সম্বলিত লিফলেট এবং মাস্ক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সড়ক পরিবহন শ্রমিক লীগের কক্সবাজার জেলার সভাপতি সুলতান আহমেদ।

সমুদ্র সৈকতের পাশ্ববর্তী এলাকা,কলতলীতে রিক্সাচালক, দিনমজুর,ও পথচারীদের মধ্যে সকাল থেকেই মাস্ক এবং লিফলেট বিতরণ করছেন লাল সবুজ উন্নয়ন সংঘ, কক্সবাজার জেলা শাখার উপদেষ্টা কেফায়েত উল্লাহ্ সাজ্জাদ, সভাপতি সাইদুল ইসলাম ফরহাদ,সাধারণ সম্পাদক কামরুল হাসান ফাহিম,সাংগঠনিক সম্পাদক আজিম উদ্দিন জিহান,সহ সাংগঠনিক সম্পাদক অনন্য দেব,প্রচার সম্পাদক মামুনুর রশিদ বাবু, মোঃজোবায়ের,রাফি,আমজাদ,রিহাত,মোঃআব্দুল্লাহ্ প্রমুখ।

শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে জনসচেতনতা বৃদ্ধিতে গত বুধবার থেকে কার্যক্রমটি শুরু হয়ে সারা দেশে অাগামী ৩১ মার্চ পর্যন্ত চলমান থাকবে।