খলিল চৌধুরী, সৌদি আরব
বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের কারণে স্বাস্থ্য সতর্কতা হিসেবে একে একে বন্ধ করে দেওয়া হচ্ছে মসজিদগুলো। মসজিদে নয়, ঘরেই নামাজ পড়তে বলা হচ্ছে। যুম্মা বন্ধ। জামাতে নামাজ বন্ধ। এতে আগেবপ্রবণ হয়ে পড়েন মসজিদে হারাম ও মসজিদে নববির প্রধান ইমাম শায়খ ড. আব্দুর রহমান সুদাইসি।
করোনার কারণে দিনদিন কাবা শরীফ ও মসজিদে নববিও মুসল্লিহীন হয়ে যাওয়ায় তার আবেগমাখা প্রার্থনা সবার হৃদয়কে নাড়া দিয়েছে।
সামাজিক যোগাযোগ টুইটারে ড. সুদাইসি লিখেন,
হে আল্লাহ,
তোমার ঘর থেকে আমাদের বিচ্ছিন্ন করিও না।
আমাদের পাপের কারণে পবিত্র মসজিদের নামাজের জামাআত থেকে বঞ্চিত করো না।
তোমার কাছে আমাদের আবার ফিরিয়ে নাও।
হে আল্লাহ,
আমাদের তাওবা কবুল কর।
সব ধরণের মহামারি ও দুরারোগ্য ব্যাধি থেকে হেফাজত কর।
মুসিবত দিন দিন কঠিন থেকে কঠিন হচ্ছে। চারিদিক অন্ধকার হয়ে আসছে।
আল্লাহ,
তুমি ছাড়া আমাদের ফরিয়াদ শোনার আর কেউ নেই।
তুমি ছাড়া আর কে আছে?
কার কাছে আমরা সাহায্য চাইব? আমাদের সাহায্য কর।
হে আল্লাহ,
আমাদের ওপর দয়া কর। আমাদের অক্ষমতাগুলো দূর কর। আমাদের ক্ষমা কর।
হে আল্লাহ, তুমিই আমাদের একমাত্র অভিভাবক।
শায়খ সুদাইসি আবেগঘন ভাষায় বলেন,
এ বিপদ মহামারির কারণে তোমার ঘরে যেতে না পারার ব্যথা আর সইতে পারছি না।
হে মহান শক্তিমান, দয়া করে এই মহামারি দূর করে দাও।
তোমার ঘর থেকে আমাদের বিচ্ছিন্ন করো না।