বিশেষ প্রতিবেদক :

১৯ মার্চ দুপুরে উখিয়া প্রেসক্লাবের নিজস্ব চত্বরে অর্থ সম্পাদক আমিনুল হক আমিনের সঞ্চালনায় এবং উখিয়া প্রেসক্লাবের সভাপতি সরওয়ার আলম শাহীনের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উখিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ নিকারুজ্জামান চৌধুরী বলেছেন,সাংবাদিকরা সমাজের দর্পন। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সমাজের অনাচার অসঙ্গতি দুরীকরণে সাংবাদিকরা সাহসিকতার পরিচয় দিচ্ছে।

বস্তুনিষ্ঠ ও তথ্যবহুল সংবাদ পরিবেশনে উখিয়ার সাংবাদিকদের প্রতি সত্য-মিথ্যা যাচাইয়ের জন্য আহবান জানানো হয়।

সাংবাদিকদের পরিবেশিত সংবাদে রাষ্ট্র কিংবা কারো ক্ষতি হয়না সেদিকে খেয়াল রাখতে হবে।সারা বিশ্বের মত বাংলাদেশেও করোনা ভাইরাস আতংক বিরাজ করছে।তেমনি রোহিঙ্গার কারণে উখিয়া-টেকনাফের মানুষ করোনা ভাইরাসের আতংকে রয়েছে।এবিষয়ে সকল মানুষকে লিখনীর মাধ্যমে সাংবাদিকদের ভুমিকা রাখতে হবে।

ইউএনও আরো বলেন, উখিয়ার মানুষ একদিকে রোহিঙ্গার চাপে, অপরদিকে করোনা ভাইরাসের ঝুঁকিতে রয়েছে।এসব থেকে উত্তরণে সচেতনতা গড়ে তুলতে সাংবাদিকদের ভুমিকা কামনা করেন।

অপরদিকে বিশেষ অতিথির বক্তব্যে বক্তারা করোনা ভাইরাসের ঝুঁকি থেকে রক্ষা পেতে এক মাত্র আল্লাহর করুনা কামনা করেন।এ নিয়ে গুজব না ছড়ানো জন্য সকলের প্রতি আহবান জানান।

প্রেসক্লাব সভাপতি সরওয়ার আলম শাহীনের সভাপতিত্বে অনুষ্টিত অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভুমি) আমিমুল এহসান খান, উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মরজিনা আকতার মরজু, উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নেছা বেবী, উখিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী প্রমুখ।

বিশেষ অতিথি ছিলেন স্কাসের নির্বাহী পরিচালক জেসমিন প্রেমা, সিনিয়র সাংবাদিক শামসুল হক শারেক, দৈনিক আজকেরদেশবিদেশ পত্রিকার সম্পাদক আয়ুবুল ইসলাম, সাইফুর রহিম শাহীন, উখিয়া কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, পালংখালী ইউপির প্যানেল চেয়ারম্যান নুরুল আবছার চৌধুরী, উখিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মকবুল হোসেন মিথুন প্রমুখ।

এসময় উখিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক রফিক উদ্দিন বাবুল, এড.আবদুর রহিম, রফিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহমদ, হুমায়ুন কবির জুশান, নুরুল আমিন সিদ্দিক, দীপন বিশ্বাস, আবদুল আজিজ, আমানুল হক বাবুল, আহসান সুমন, এএইচ সেলিম উল্লাহ, শফিক আজাদ, কাজি বাচ্চু, সুলতান আহমদ, শ.ম.গফুর, এসএম আনোয়ার,নুর মোহাম্মদ সিকদার, ওবায়দুল হক চৌধুরী, আবদুল্লাহ আল আজিজ, শহিদুল ইসলাম রুবেল,সালাহ উদ্দিন আকাশ, শফিউল শাহীন, ইব্রাহীম মোস্তাফা, এম ফেরদৌস, আবছার কবির আকাশ, ইয়াছিন আরফাত সানী, সালাহ উদ্দিন মেম্বার, কক্সবিডি নিউজ ডটকমের সম্পাদক ও কুতুপালং বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হেলাল উদ্দিন, বঙ্গবন্ধু সৈনিকলীগ উখিয়া উপজেলা সভাপতি আনিসুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ উখিয়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের পদস্থ কর্মকর্তা, সাংবাদিক, সুশীল সমাজ এবং বিভিন্ন শ্রেনীপেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা পরবর্তি প্রেসক্লাবের নিজস্ব স্মরণিকা “দর্পন” এর মোড়ক উন্মোচন করা হয়।