মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

হোম কোয়ারেন্টাইন না মানায় উখিয়া উপজেলায় আগত বিদেশ ফেরত এক প্রবাসীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) মোঃ নিকারুজ্জামান বৃহস্পতিবার ১৯ মার্চ মোবাইল কোর্ট পরিচালনা করে ১৮৬০ সালের ফৌজদারী দন্ডবিধির ২৭০ ধারায় এ দন্ডাদেশ প্রদান করেন।

একইসাথে দন্ডপ্রাপ্ত সহ কয়েকজন বিদেশ ফেরত প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দিয়ে সতর্ক করে দেওয়া হয়েছে। এসময় অন্যান্যের মধ্যে উখিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ একদল পুলিশ উপস্থিত ছিলেন।

জীবন বিপন্নকারী করোনা ভাইরাস প্রতিরোধে কেউ সরকারের নির্দেশ অমান্য করলে তার/তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ধরনের কোন তথ্য থাকলে উখিয়া উপজেলা প্রশাসনকে অবহিত করতে সকল নাগরিকের প্রতি অনুরোধ জানিয়েছেন ইউএনও মোঃ নিকারুজ্জামান।