শাহ্‌ মুহাম্মদ রুবেল, কক্সবাজার :

করোনা ভাইরাসের আতঙ্ক পুঁজি করে  চাল ডালসহ নিত্য প্রয়োজনীয় জিনিস যাতে বাড়তি দামে বিক্রি করতে না পারে সেজন্য কক্সবাজারের বিভিন্ন দোকানে অভিযান চালিয়েছে কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশ।

১৯ মার্চ ( বৃহস্পতিবার ) দুপুরে কক্সবাজারের বড়বাজার পাইকারি ও খুচরা বাজারে এ অভিযান চালানো হয়।

কক্সবাজারে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর দাম স্থিতিশীল রাখতে কক্সবাজার জেলা পুলিশ সুপারের নির্দেশে গোয়েন্দা পুলিশ এ অভিযান পরিচালনা করেন বলে জানিয়েছেন ইন্সপেক্টর এসএম মিজানুর রহমান।

এছাড়া ওই এলাকার বিভিন্ন আড়ত ও খুচরা বাজারে গিয়ে করোনা ভাইরাস আতঙ্ককে পুঁজি করে যেন নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর দাম না বাড়ানো হয় সে ব্যাপারেও সতর্ক করেন কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের এ কর্মকর্তা।

ইন্সপেক্টর এসএম মিজানুর রহমান বলেন, করোনা ভাইরাসের আতঙ্ক পুঁজি করে কেউ যেন বাজারে কৃত্রিম সংকট তৈরি করতে না পারে। মজুত থাকার পরও নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যের দাম না বাড়াতে পারে সেজন্য আজ থেকে মাঠে থাকবে। নিয়মিত বাজার পর্যবেক্ষণের পাশাপাশি তাদের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান জেলা গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর এসএম মিজানুর রহমান।