ইমরান হোসাইন, চকরিয়া :

কক্সবাজারের চকরিয়ায় হামিদ উদ্দিন (৪০) নামের এক বনরক্ষীকে পিটিয়ে জখম করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯মার্চ) সকালে ডুলহাজারা ইউনিয়নের পাগলির বিল এলাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের সংরক্ষিত বনভূমিতে অবৈধভাবে তৈরী করা একটি বসতি উচ্ছেদ করতে গেলে এ ঘটনা ঘটে। পরে অপর বনরক্ষীরা তাঁকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের সহকারী ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, পাগলির বিল এলাকায় সাফারি পার্কের সংরক্ষিত বনভূমিতে মাটি ও পলিথিন দিয়ে একটি ঝুপড়ি ঘর নির্মাণ করছিল একই এলাকার আব্দুল আলিমের ছেলে মনিয়া। এ খবর জানতে পেরে বনরক্ষীরা অবৈধ স্থাপনাটি উচ্ছেদ করতে যায়। এসময় অবৈধ দখলদার মনিয়ার নেতৃত্বে আরো ৪-৫ জন নারী পুরুষ বনরক্ষীদের উপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এতে বনরক্ষী হামিদ উদ্দিন আহত হয়। হামলাকারীরা তাঁকে বেধড়ক পিটিয়ে জখম করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।