সংবাদদাতা
চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানার দক্ষিণ কাট্টলী এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে তানভীর নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১৮ মার্চ) রাত ১১টার দিকে দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোরশেদ আকতার চৌধুরীর বাড়ির সামনে এ ঘটনা ঘটে। নগর পুলিশের উপ-কমিশনার (পশ্চিম) ফারুকুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত তানভীর ওই ওয়ার্ডের বিদ্রোহী প্রার্থী বর্তমান কাউন্সিলর মোরশেদ আকতার চৌধুরীর সমর্থক।
ফারুকুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রাত ১১টার দিকে দুর্বৃত্তরা তানভীরকে ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, চসিক নির্বাচনকে কেন্দ্র করে তানভীর খুন হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে পাহাড়তলী থানা পুলিশ একজনকে আটক করেছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’
এ সর্ম্পকে জানতে চাইলে মোরশেদ আকতার চৌধুরী বলেন, ‘তানভীর আমার কর্মী। কাউন্সিলর প্রার্থী মো. ইসমাইলের অনুসারীরা তাকে খুন করেছে। আমি এ ঘটনার বিচার চাই।’ তবে বিষয়টি অস্বীকার করেছেন মো. ইসমাইল।
তিনি বলেন, ‘আমার লোকজন কেন তানভীরকে খুন করবে? তানভীর খুন হয়েছেন মোরশেদের বাড়ির সামনে, সেখানে আমার লোকজন কীভাবে যাবে? অথচ পুলিশ আমার এক ছেলেকে বাসা থেকে ধরে নিয়ে গেছে।’