ইমাম খাইর, সিবিএন
করোনা ভাইরাসের সংক্রমণ বিস্তার প্রতিরোধে হোম কোয়ারেন্টাইন নির্দেশ অমান্য করার দায়ে কক্সবাজার জেলার রামুতে বিদেশ ফেরত ৩ জন প্রবাসীকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১৮ মার্চ) এ দণ্ড প্রদান করা হয়েছে বলে নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাঃ শাজাহান আলি।
মানসম্মান রক্ষার স্বার্থে দণ্ডপ্রাপ্ত তিন ব্যক্তির নাম-ঠিকানা প্রকাশ করতে চাচ্ছে না প্রশাসন।
এডিএম মোহাঃ শাজাহান আলি বলেন, জীবন বিপন্নকারী করোনাভাইরাস রোগের সংক্রমন বিস্তার প্রতিরোধে কেউ সরকারের নির্দেশ অমান্য করলে তার/তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ধরনের কোন তথ্য থাকলে জেলা প্রশাসনকে অবহিত করতে অনুরোধ করেছেন তিনি।
এদিকে, করোনা ভাইরাসের সংক্রমন ঝুঁকি এড়াতে ৪ টি নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসন।
বুধবার (১৮ মার্চ) বিকালে জেলা প্রশাসকের ফেসবুক পেজে এই নির্দেশনা প্রচার করা হয়েছে।
নির্দেশনাসমূহ হলো-
১) সৈকত এলাকাসহ যেকোন জনসমাগম এলাকা পরিহার করুন।
২) সরকার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করেছে শিক্ষার্থীদের নিরাপদে ঘরে অবস্থানের জন্য, বাইরে বেড়ানো বা কোচিং করার জন্য নয়। সরকারের নির্দেশনা মেনে চলুন।
৩) কক্সবাজার সফরের পরিকল্পনা থাকলে তা পুনর্বিন্যাস করে ঝুঁকিমুক্ত সময় নির্ধারণ করুন।
৪) সকল স্বাস্থ্য সতর্কতা মেনে চলুন। নিজে নিরাপদ থাকুন, অপরকে নিরাপদ থাকতে সহায়তা করুন।

ছবি – সোয়েব সাইদ