আবুল কালাম, চট্টগ্রাম
বিশ্বব্যাপী আতঙ্কিত মরণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ঐতিহ্যবাহী চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে জনসমাগম নিষেধাজ্ঞা জারি করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

বুধবার (১৮ মার্চ) দুপুরের দিকে (সিএমপি) কমিশনার মো. মাহবুবুর রহমান তার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এ ঘোষণা দেন।

সিএমপি কমিশনার বলেন করোনাভাইরাস থেকে নগরবাসীকে বাঁচাতে আমরাই দায়িত্ব নিলাম খালি থাকবে সৈকত, দয়া করে কেউ যাবেন না…।’

সামাজিক যোগাযোগমাধ্যমে গতকাল মঙ্গলবার (১৭ মার্চ) সরকারি বন্ধের দিন হওয়ায় পতেঙ্গা সমুদ্র সৈকতে হাজারো দর্শনার্থীর সমাগম হওয়ায় সমালোচনার ঝড় উঠে। এর প্ররিপ্রেক্ষিতে সিএমপি কমিশনার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নিষেধাজ্ঞা জারি করেন।

এদিকে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে চট্টগ্রামে সচেতনতামূলক কার্যক্রম শুরু করেছে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনার। বুধবার নগরীর নিউমার্কেট, জহুর হকার মার্কেট, রিয়াজ উদ্দিন বাজার, তামাকুমন্ডি লেনসহ বিভিন্ন এলাকায় সচেতনামূলক লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে বিভাগীয় কমিশনার এবিএম আজাদ, জেলা প্রশাসক মো. ইলিয়াছ হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রসঙ্গত, ইতোমধ্যে বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।