খলিল চৌধুরী, সৌদি আরব

করোনাভাইরাস প্রতিরোধে সৌদি আরবের প্রাইভেট সেক্টরেও আগামী ১৫ দিনের ছুটি ঘোষণা করেছে দেশটির মানবসম্পদ মন্ত্রণালয়। তবে যারা রুট লেবেল পর্যন্ত সেবা দিয়ে থাকে যেমন পানি, বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক সরকারি নির্দেশনার আওতামুক্ত থাকবে। নির্দেশনায় বলা হয়েছে, এসব সেক্টরে খুব জরুরী ছাড়া কর্মীদের ছুটি দিতে হবে। উপস্থিত কর্মীদের সংখ্যা যেন মোট কর্মীর ৪০ শতাংশের বেশি না হয়। যেসব কোম্পানি সরকারি সংস্থার কাজ করে থাকে তাদেরকে অবশ্যই সরকারি সেই সংস্থার সাথে সমন্বয় করে ব্যবস্থা নিতে হবে। কর্মরত কর্মীদের স্বাস্থ্য ব্যবস্থার দিকে নজর রাখতে হবে। কোন কর্মীর জ্বর, সর্দিকাশি দেখা দিলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে ব্যবস্থা নিতে হবে। কর্মরতদের সেনিটাইজেশনে গুরুত্ব দিতে হবে, নিয়মিত তাপমাত্রা পরীক্ষা করতে হবে। করোনা আক্রান্ত  সন্দেহ হলে স্বাস্থ্য কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। যাদের বয়স ৫৫ এর উর্ধ্বে; শ্বাস কষ্টের রোগ আছে, এমন কর্মীদের অবশ্যই ছুটি প্রদান করতে হবে। তবে এ ঘোষণায় খুব কম সংখ্যক প্রবাসীই ছুটি ভোগ করতে পারবে। কেননা তাদের অধিকাংশই রুট লেভেল সার্ভিস প্রদানকারী কোম্পানিসমূহে কাজ করে, যাদের ছুটি দেয়া প্রায় অসম্ভব। তথাপিও অনেক কোম্পানি এখন আইন মানতে বাধ্য হবে।