নিজস্ব প্রতিবেদক
কক্সবাজার শহরের বিভিন্ন মাদ্রাসার ও হিফজ প্রতিষ্ঠানের আলেম-ওলামা, মসজিদের ইমাম ও খতীবদের নিয়ে ‘করোনা ভাইরাস সংক্রান্ত বিপর্যয়ঃ খতীব, ইমাম ও মাদরাসা পরিচালকদের করণীয়’ শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৭ মার্চ এশার নামাজের পর কক্সবাজার লালদিঘির পাড় জামে মসজিদে কক্সবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও রহমানিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা মুফতি সুলাইমান কাসেমীর সভাপতিত্বে এতে উপস্থিত আলোচকগণ মহান আল্লাহ তা’আলার পক্ষ থেকে আরোপিত এ সংক্রামক ব্যাধি থেকে বাঁচার জন্য আমাদের করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত পেশ করেন।
দারুল আরক্বম তাহফিজুল কোরআন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক, কক্সবাজার লালদিঘী জামে মসজিদের ইমাম ও খতীব হাফেজ মাওলানা ইউনুছ ফরাজীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সকলের পরামর্শক্রমে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
১। সকল মসজিদে মুসল্লীদের বর্তমান পাপাচার থেকে সতর্ক করে বেশী বেশী এস্তেগফার করার উপদেশ দান।
২। করোনার ভাইরাসের গজব সহ মুসলিম বিশ্বের উপর চলমান অন্যান্য সকল বিপদ ও ফিতনা হতে পরিত্রাণ পেতে প্রতিদিন ফজরের নামাজে কুনুতে নাজেলা পাঠ।
৩। সরকার ও হাইয়াতুল উলইয়ার সিদ্ধান্ত ও সার্বিক অবস্থা বিবেচনায় নিজ নিজ পরিচালনাধীন মাদ্রাসা সমূহের ছুটি ঘোষণা।
৪। সব কাজে ইসলামের অবিচ্ছেদ্য অংশ ও গুরুত্বপূর্ণ শিক্ষা পরিস্কার পরিচ্ছন্নতার উপরে ব্যাপক গুরুত্ব প্রদান।
৫। মহান আল্লাহর উপর ভরসা রেখে সতর্কতা অবলম্বন পূর্বক নিজে সচেতন হওয়া, অপরকে সচেতন করা, গুজব না ছড়িয়ে আতংকিত না হয়ে বিজ্ঞজনদের পরামর্শ অনুযায়ী নিয়মাবদ্ধ পবিত্র জীবন যাপন করার জন্যে পরবর্তী জুম’আতে শরীয়াহর আলোকে এ ব্যাপারে আলোচনা রাখা।
সভায় উপস্থিত ছিলেন -মা’হাদ আন নিবরাসের পরিচালক মাওলানা জিয়াউল হক, হুফফাজুল ক্বুর’আন সংস্থা কক্সবাজার জেলা সভাপতি, দারুল ক্বুর’আন কমপ্লেক্সের শিক্ষক ক্বারী কাজী সাইফুল্লাহ কাসেমী, নুরুল ক্বুর’আন হিফজ মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা জাফর, সমিতি পাড়াস্থ কাসেমুল উলুম মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা বেলাল, শহীদ তিতুমীর সংলগ্ন ফাতেমাতুজ জুহুরা হিফজখানার পক্ষে মাওলানা হেলাল উদ্দীন, সার্কিট হাউজ জামে মসজিদের খতীব ইমাম পরিষদের সহসভাপতি মাওলানা নুরুল আমীন, সুগন্ধা সী ইন পয়েন্ট জামে মসজিদের ইমাম মাওলানা ফরিদুল আলম, সিকদারমহল বায়তুল মোয়াজ্জেম মসজিদের ইমাম মাওলানা নুরুল মোস্তফা, বায়তুশ শরফ হিফজ মাদ্রাসার তত্বাবধায়ক ও ইমাম হাফেজ মাওলানা নাসির উদ্দীন, কোর্ট মসজিদের ইমাম ক্বারী হাফেজ মাওলানা নুরুল হক্ব, হুফফাজুল ক্বুর’আন সংস্থা কক্সবাজার জেলার বিচারক ক্বারী মাওলানা আবদুর রহমান, সুফিয়া জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা সাইফুল, দারুল আরক্বম ফাউন্ডেশন বাংলাদেশের মহাসিচব হাফেজ ডা. ফয়সাল বিন নুরুল হুদা, মোটেল রোডস্থ হাফেজিয়া তাজবিদুল ক্বুর’আন মাদ্রাসার পক্ষে ওয়াপদা জামে মসজিদের খতীব হাফেজ মাওলানা রিদওয়ানুল কবীর, উমিদিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা মুজিব উল্লাহ, তারাবানিয়ারছড়া মসজিদের সহকারী ইমাম হাফেজ নুরুল হাকীম, দারুল আরক্বম তাহফিজুল ক্বুর’আন মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা মুহাম্মাদ মিসবাহ উদ্দীন, টেকপাড়া রব্বানী নূরানী একাডেমির পক্ষে মাওলানা রুস্তম উদ্দীন, মাদরাসা আন-নুরের পরিচালক মাওলানা নুরুল হক।