ইমরান হোসাইন, পেকুয়া :

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ) উপলক্ষে পেকুয়ায় ১২টি গৃহহীন পরিবারকে নতুন ঘর প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ১০ টার দিকে পেকুয়া উপজেলা হলরুমে কক্সবাজার-১ (চকরিয়া পেকুয়া) আসনের সংসদ সদস্য জাফর আলম গৃহহীন এ ১২টি পরিবারকে নতুন ঘরের চাবি বুঝিয়ে দেন। মুজিব বর্ষে কেউ গৃহহীন থাকবে না- প্রধানমন্ত্রীর এ ঘোষণা বাস্তবায়নে পেকুয়ার হতদরিদ্র এসব গৃহহীন পরিবারকে দূর্যোগ সহনীয় ১২টি ঘর আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন সাংসদ জাফর আলম।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে একই অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশে আনুষ্ঠানিকভাবে বিশাল একটি কেক কাটা হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পেকুয়া উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের সভাপতিত্বেে এ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন চকরিয়া পেকুয়ার সাংসদ জাফর আলম, বিশেষ অতিথির বক্তব্য দেন কক্সবাজার জেলা আ’লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এড কামাল হোসেন, পেকুয়া উপজেলা নির্বাহী অফিসার সাঈকা সাহাদাত, পেকুয়া উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আবুল কাসেম, পেকুয়া থানার ওসি কামরুল আজম, পেকুয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলছুম মিনু প্রমূখ।