জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে ১০ পদাতিক ডিভিশন ও কক্সবাজার এরিয়ায় মঙ্গলবার (১৭ মার্চ) সকালে এক বর্ণাঢ্য সেনা সদস্যদের নিয়ে এক বর্নাঢ্য র‌্যালী আয়োজন করেছে ।

চকরিয়া ও ফাঁসিয়াখালী আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে আয়োজিত সেনাবাহিনীর র‌্যালিটি চকরিয়া সিটি কলেজ মাঠ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় উৎসব মুখর পরিবেশে প্রধান সড়ক প্রদক্ষিণ করে চকরিয়া আর্মি ক্যাম্পের ৩৯ এসটি ব্যাটালিয়নের প্রশিক্ষণ মাঠে সমাপ্ত হয়।

র‌্যালীতে অংশ নেওয়া সেনাসদস্যদের হাতে ছিল বঙ্গবন্ধুর ছবি, প্ল্যাকার্ড ও ফেস্টুনসহ রকমারী ব্যানার।

উক্ত র‌্যালিতে চকরিয়া ও ফাঁসিয়াখালী আর্মি ক্যাম্পের বিভিন্ন স্তরের সেনা সদস্যগণ অংশ গ্রহণ করেন। সেনাবাহিনীর সদস্যদের নিয়ে র‌্যালিটি এলাকার জন সাধারণের হৃদয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গণতান্ত্রিক চেতনায় অনুপ্রেরণা উজ্জিবিত করেছে।

এদিকে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আর্মি ক্যাম্পে মূল প্রবেশপথসহ বিভিন্ন স্থাপনায় আলোকসজ্জা করা হয়েছে। এছাড়াও স্থাপন করা হয়েছে মুজিববর্ষের ব্যানার-ফেস্টুন। সেনা ক্যাম্পে বঙ্গবন্ধুর জীবন ভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শনী, বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে।