প্রেস বিজ্ঞপ্তি:

গত ১১ ও ১২ মার্চ ২০২০ টাইগারপাস বহুমুখী উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম ভেন্যুতে পাঁচলাইশ/ ডবলমুরিং, চট্টগ্রাম থানা পর্যায়ে প্রায় ৩৮ টি শিক্ষা প্রতিষ্ঠানের অংশ গ্রহনে দুইদিন ব্যাপী “দুর্নীতি বিরোধী জাতীয় বিতর্ক প্রতিযোগিতা-২০২০” সম্পন্ন হয়। উক্ত প্রতিযোগিতায় রাউন্ড-১ এ খ-গ্রুপে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল সহ অন্যান্যদের পরাজিত করে ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ গ্রুপ চ্যাম্পিয়ন হয়। পরবর্তীতে সেমিফাইনালে ঘ-গ্রুপের চ্যাম্পিয়ন বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসাকে এবং ফাইনালে গ-গ্রুপের জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসাকে পরাজিত করে থানা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

এই উপলক্ষ্যে ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজে ডিবেট ক্লাব সভাপতি ও সহকারী অধ্যাপক মঈন উদ্দিন আহমদের সভাপতিত্বে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি অধ্যক্ষ লে, কর্ণেল মোঃ মইনুল ইসলাম চৌধুরী (এলপিআর) বিতার্কিকদের অভিনন্দন জানিয়ে বলেন, বিতর্ক সত্য-মিথ্যা ভাল-মন্দ যাচায়ের প্রকৃষ্ট মাধ্যম, তাই নিজেদের দক্ষ বিতার্কিক হিসাবে গড়ে তুলে একটি যুক্তি নির্ভর জাতি গঠনে ভুমিকা রাখার আহবান জানান এবং ডিবেট ক্লাবের কার্যক্রমে বিশেষ অবদান রাখায় ডিবেট ক্লাব সেক্রেটারী ও সহকারী শিক্ষক জুয়েল চৌধুরীকে ধন্যবাদ জানান। এ সময় আরো উপস্হিত ছিলেন সহ-সভাপতি ও প্রভাষক রোমানা নাসরিন, সহ-সভাপতি ও সিনিয়র শিক্ষক রেশমা আনোয়ার এবং সদস্য ও সিনিয়র শিক্ষক জুবাইরা আক্তার প্রমুখ।বিতার্কিকরা হচ্ছে ইশমাম রেজা, ফারিয়া সামান্তা ও অর্ক বড়ুয়া। শ্রেষ্ঠ বক্তা- ইশমাম রেজা।