নীতিশ বড়ুযা, রামু :
ককক্সবাজার- ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল বলেছেন, মাষ্টার হানিফ মিয়া ছিলেন, একজন শিক্ষা ও জনবান্ধব জননেতা। তিনি স্বৈরচার বিরোধী আন্দোলনের একজন রাজপথের জনপ্রিয় নেতা ছিলেন। শুদ্ধ রাজনীতির প্রতিকৃত হানিফ মিয়া মাষ্টার সবসময় মানুষের কল্যানে কাজ করেছেন। বঙ্গবন্ধুর আদর্শ থেকে কোনদিন তিনি বিচ্যুত হয়নি। আগামী প্রজন্মের নেতাকর্মীদের হানিফ মিয়া মাষ্টারের আদর্শে অনুপ্রানিত হওয়ার আহবান জানিয়েছেন। এমপি কমল আরো বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। আমাদের সকলকে ঐক্যবদ্ধ থেকে নিজ নিজ এলাকাকে এগিয়ে নিতে হবে। রবিবার (১৫ মার্চ) সন্ধ্যায় কাউয়ারখোপ বাজার চত্বরে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। স্মরণসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাফর আলম চৌধুরী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু তালেব, রামু সরকারি কলেজের অধ্যক্ষ অব্দুল হক, কক্সবাজার জেলা পরিষদের সদস্য ও কাউয়ারখোপে সাবেক চেয়ারম্যান শামসুল আলম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মুক্তিযোদ্ধা নুরুল হক চেয়ারম্যান, জেলা পরিষদের সদস্য নুরুল হক, হাকিম-রকিমা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (অব) কিশোর বড়ুয়া, রামু উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক নীতিশ বড়ুয়া। কাউয়ারখোপ ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাক আহমদের সভাপতিত্বে এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নুরুল ইসলাম নাহিদ ও ছাত্রলীগ সভাপতি সানাউল্লাহ বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণসভায় স্মৃতিচারণ করেন, মরহুম হানিফ মিয়া মাস্টারের সন্তান, উপজেলা যুবলীগের সহ-সভাপতি ও হাকিম-রকিমা উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ওসমান সরোয়ার মামুন, দাতা সদস্য শহিদুল্লাহ সিকদার, কবি এম সুলতান আহমদ মনীরি, সমাজ সেবক মো. হাছন, আওয়ামী লীগ নেতা তৈয়ব উদ্দিন সিরাজ, মহিলা মেম্বার নেবুরাণী শর্মা, মাওলানা কাশেম কাদেরী প্রমুখ। এর আগে বিকাল ৫টায় এমপি কমল কাউয়ারখোপের দুর্গম এলাকা উখিয়ারঘোনা সাইমুম সরওয়ার কমল উচ্চ বিদ্যালয়ে চারতলা বিশিস্ট একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সাথে মতবিনিময় করেন। এ সময় এমপি কমল বলেন, সাইমুম সরওয়ার কমল উচ্চ বিদ্যালয় নব প্রতিষ্ঠিত একটি শিক্ষা প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের উন্নয়নে সকল শিক্ষানুরাগী ও অভিভাবককে ভূমিকা পালন করা হবে। তিনি বলেন, কক্সবাজার-রামুকে শিক্ষার নগরী হিসেবে গড়ে তোলতে নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার পাশাপাশি পুরাতন শিক্ষা প্রতিষ্ঠানে অত্যাধুনিক মানের বহুতল ভবন স্থাপন করা হচ্ছে। শিক্ষার উন্নয়নের পাশাপাশি কাউয়ারখোপ ইউনিয়নের কাউয়ারখোপ- মনিরঝিল সংযোগ সেতু প্রতিষ্ঠাসহ কক্সবাজার সদর ও রামু উপজেলার প্রতিটি ইউনিয়নে রাস্তাঘাটের উন্নয়নসহ সকল প্রকার প্রয়োজনীয় কাজ আগামী দুই বছরের মধ্যে দৃশ্যমান করা হবে