মো. নুরুল করিম আরমান, লামা প্রতিনিধি :

তিন পার্বত্য জেলায় বাঙ্গালীদের অধিকার আদায়ের লক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের বান্দরবান জেলার লামা উপজেলা ও পৌরসভা কমিটি গঠন উপলক্ষে এক প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত স্থানীয় প্রেসক্লাবের তৃতীয় তলাস্থ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা আবদুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান ও বান্দরবান জেলা কমিটির সভাপতি কাজী মুজিবুর রহমান। এতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও আলীকদম উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম, অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন তারু মিয়া, বান্দরবান জেলা পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট কাজী নসিরুল আলম, সদস্য সাংবাদিক এম রুহুল আমিন ও মো. কামরুজ্জামান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শারাবান তহুরা ত্রিপুরা বিশেষ অতিথি ছিলেন। সভায় উপজেলার সকল পেশা জীবির মানুষ স্বতস্ফূর্তভাবে অংশ গ্রহণ করেন। শেষে উপস্থিত সকল নেতাকর্মীদের সর্ব সম্মতিক্রমে বীর মুক্তিযোদ্ধা আবদুল আজিজকে সভাপতি ও মো. কামরুজ্জামানকে সাধারণ সম্পাদক করে উপজেলা কমিটি এবং মো. সোহরাব হোসেনকে সভাপতি ও সোলতান আকবর মোমিনকে সাধারণ সম্পাদক করে পৌরসভা কমিটি ঘোষণা করেন, কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান কাজী মুজিবুর রহমান।