ইমাম খাইর, সিবিএন:
কক্সবাজারে বিশ্ব ভোক্তা অধিকার দিবসে বর্ণাঢ্য র‌্যালি, ট্রাক শোসহ দৃশ্যমান প্রচারণা চালানো হয়েছে।
‘মুজিববর্ষের অঙ্গীকার, সুরক্ষিত ভোক্তা অধিকার’ এই প্রতিপাদ্যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজার এর উদ্যোগে ১৫ মার্চ সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।
জেলা প্রশাসক মোঃ কামাল হোসেনের নেতৃত্বে র‌্যালিটি শহরের প্রধান সড়ক ঘুরে জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
কর্মসুচিতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট (এডিএম) মোহাঃ শাজাহান আলি, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) এস এম সরওয়ার কামাল, কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) কক্সবাজারের সভাপতি সাংবাদিক ফজলুল কাদের চৌধুরী, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক মোঃ ইমরান হোসাইন, এক্সপাউরুলের প্রধান নির্বাহী ইঞ্জিনিয়ার কানন পাল, কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের সভাপতি মোস্তাক আহমদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব ভোক্তা অধিকার দিবসের এই অনুষ্ঠানে জেলা প্রশাসন, ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন উপস্থিত ছিলেন।
বর্ণাঢ্য রেলি শেষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজারের সার্বিক ব্যবস্থাপনায় দৃষ্টিনন্দন ‘ট্রাক শো’ শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে ক্যাম্পেইন করে।
এ সময় ভোক্তা অধিকার সম্পর্কিত সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ করা হয়।