মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহচর, বীর মুক্তিযোদ্ধা, সাবেক জেলা স্বেচ্ছাসেবক বাহীনির প্রধান, জননেতা জমাদার ফজল করিমের ২৫ তম মৃত্যু বার্ষিকী রোববার ১৫ মার্চ। ঐতিহাসিক আগরতলা ষড়যন্ত্র মামলার সরকারপক্ষের সাক্ষীকে বৈরী ঘোষনার জন্য এই অদম্য সাহসী বীর মুক্তিযোদ্ধা ফজল করিম আদালতে নির্ভয়ে আসামীপক্ষে সাক্ষী দিয়ে মামলাটিকে মিথ্যা প্রমাণ করেছিলেন। কক্সবাজার সদর উপজেলার খরুলিয়া নিবাসী মরহুম ছৈয়দ আহামদের জ্যেষ্ঠ পুত্র জমাদার ফজল করিম ১৯৯৫ সালের ১৫ মার্চ ইন্তেকাল করেন। এই বীর সেনানীর ২৫ তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে মরহুমের একমাত্র ছোট ভাই কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের সাবেক পিপি, বর্ষীয়ান আইনজীবী ও কক্সবাজারের ইতিহাস গ্রন্থের রচয়িতা এডভোকেট (অধ্যাপক) নুর আহমেদের দক্ষিণ টেকপাড়া অধ্যাপক নুর আহমদ সড়কস্থ পর্ণলতা বাসভাবনে দোয়া ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে। এছাড়া একইদিন খরুলিয়ায় মরহুমের কবর জেয়ারতের কর্মসূচীও রয়েছে।
মরহুমের পুত্র কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রহিম উদ্দিন তাঁর পিতার জন্য, মরহুমের ভ্রাতুষ্পুত্র, কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এপিপি, অ্যাডভোকেট জিয়া উদ্দিন আহমদ, বিশিষ্ট ব্যাংকার রিয়াজ উদ্দিন আহমদ, বিশিষ্ট ছাত্রনেতা শিক্ষানবিশ আইনজীবী ইমতিয়াজ উদ্দিন আহমদ তাঁদের বড় চাচা এবং জেলা ছাত্রলীগ নেত্রী নারিমা জাহান তার দাদা মরহুম জমাদার ফজল করিমের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।