প্রেস বিজ্ঞপ্তি:
এইচএসসি ও বিএ/বিএসএস প্রোগ্রাম বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কক্সবাজার সরকারি কলেজ টিউটোরিয়াল কেন্দ্রের শিক্ষার্থী কর্তৃক আয়োজিত শিক্ষা সফর ২০২০ গতকাল শুক্রবার দরিয়া নগর পর্যটন কেন্দ্রে সুন্দর এবং সফলভাবে সম্পন্ন হয়েছে।শিক্ষার্থী মনছুর আলম ও সোহেল রানা’র সঞ্চালনায় শিক্ষা সফর অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এ.কে.এম ফজলুল করিম চৌধুরী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একই কলেজের সহকারি অধ‍্যাপক (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি) মুজিবুল আলম সহকারি অধ্যাপক (পদার্থ বিজ্ঞান) মোহাম্মদ কাসেম, অবসরপ্রাপ্ত প্রভাষক(অর্থনীতি) এ.এম আনোয়ারুল হক।চকরিয়া আবাসিক মহিলা কলেজের সহকারি অধ্যাপক (সমাজ বিজ্ঞান) মোঃ মুজিবুর আনোয়ার, বদরখালী ডিগ্রী কলেজের প্রভাষক (ইংরেজি) জাহেদুল হাসান।আরো উপস্থিত ছিলেন কবি ও সমাজ সেবক, মাস্টার আমির উদ্দিন।প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর এ.কে.এম ফজলুল করিম চৌধুরী এত সুন্দর এবং আকর্ষণীয় শিক্ষা সফর আয়োজনের জন‍্য আয়োজক শিক্ষার্থীদের ধন্যবাদ জানান।আরো বক্তব্য রাখেন বিশেষ অতিথি সহকারি অধ‍্যাপক মুজিবুল আলম,সহকারি অধ‍্যাপক মোহাম্মদ কাসেম, প্রভাষক জাহেদুল হাসান ও অবসরপ্রাপ্ত প্রভাষক আনোয়ারুল হক।শিক্ষার্থীদের মধ‍্যে বক্তব্য রাখেন মোঃআবদুল্লা,মাহফুজুর রহমান,আরিফুর রহমান, জাহাঙ্গীর আলম ও মনজুর আলম।শিক্ষা সফরে সাংস্কৃতিক অনুষ্ঠান,র‍্যাফেল ড্র এবং জাদু প্রদর্শনী ছিল আয়োজনের অন‍্যতম আকর্ষণ। শিক্ষা সফরের আয়োজক ছিলেন শিক্ষার্থী মাহফুজুর রহমান,মোঃ আবদুল্লাহ, আরিফুর রহমান, সোহেল রানা,ইমান আলী ইমন,মনছুর আলম, রুহেল ও আফরিন সুলতানা সুমি প্রমুখ।অনুষ্ঠানে শিক্ষার্থীদের সুন্দর এবং সুশৃঙ্খল উপস্থিতি প্রধান অতিথি সহ আগত সকলের নজর কেড়েছে।অনুষ্ঠান সুন্দর এবং সফল ভাবে সমাপ্ত করতে পারায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া জানান আয়োজকেরা।