সিবিএন ডেস্ক:
১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী “মুজিব বর্ষ” যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষে বাংলাশে আওয়ামী লীগ, কক্সবাজার জেলা শাখার উদ্যোগে এক জরুরী বর্ধিত সভা জেলা আওয়ামী লীগের সভাপতি এড. সিরাজুল মোস্তফার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমানের সঞ্চালনায় গতকাল সন্ধ্যা ৭টায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শুভ জন্মদিন (জন্মশত বার্ষিকী) যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষে দিনব্যাপী ব্যাপক কর্মসূচী গ্রহণ করা হয়। কর্মসুচীর মধ্যে সূর্যদ্বয়ের সাথে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, দলীয় কার্যালয়ে সকাল ৭টায় স্বাধীনতার মহান স্থাপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি মাল্যদান সকাল ৮ টা হতে দিনব্যাপী বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ প্রচার। সকাল ১০টায় দোয়া মাহফিল ও কেক কর্তন, দুপুর ১:৩০ মি বাদে যোহর, মসজিদ, মন্দির, গীর্জা, এতিমখানা ও দুস্থদের মাঝে খাবার বিতরণ, বিকাল ৫টায় কেন্দ্রিয় কর্মসুচীর আলোকে বিভিন্ন কর্মসূচীতে অংশ গ্রহণ এবং রাত ৮টায় বঙ্গবন্ধুর জন্মক্ষণে আতসবাজি উৎসব (পাবলিক হল) ময়দানে উক্ত কর্মসূচী জেলায় আওতাধীন। উপজেলা, সাংগঠনিক উপজেলা কে যথাযোগ্য মর্যাদায় পালনের নির্দেশনা প্রদান করা হয়।

সভায় বক্তব্য রাখেন অধ্যাপিকা এথিন রাখাইন, শাহ আলম চৌধুরী রাজা, রেজাউল করিম, এড. রনজিত দাশ, এড. আব্বাস উদ্দিন চৌধুরী, মোহাম্মদ হোসেন বি.এ, আবু হেনা মোস্তফা কামাল, এড. আয়াছুর রহমান, ইউনুছ বাঙালী, এড. তাপস রক্ষিত, এড. মমতাজ আহমদ, কাজী মোস্তাক আহমদ শামীম, এম.এ. মনজুর, আবু তাহের আজাদ, জি.এম. কাশেম, বদরুল হাসান মিলকী, সোহেল সরওয়ার কাজল, নজিবুল ইসলাম, বাবু উজ্জ্বল কর, সোহেল আহমদ বাহাদুর, জহিরুল ইসলাম, তাহমিনা চৌধুরী লুনা।