মাহবুব আলম মিনার
উখিয়ার কুতুপালং মধুরছড়া রোহিঙ্গা ক্যাম্পে দিন দুপুরে রোহিঙ্গা সন্ত্রাসীদের ছুরিকাঘাতে মোহাম্মদ ইউসুফ (৩৫) নামের আরেক রোহিঙ্গা যুবক খুন হয়েছে।
সে মধুর ছড়া রোহিঙ্গা ক্যাম্প-৩, ব্লক DD-4/C এর বাসিন্দা শামশুল হকের ছেলে।
বুধবার (১১ মার্চ) বেলা ২ টার দিকে ঘটনাটি ঘটে। ঘটনায় জড়িত কেউ আটক হয়নি।
মোহাম্মদ ইউসুফ দীর্ঘদিন মালয়েশিয়া ছিল। দুই বছর আগে মালেশিয়া থেকে রোহিঙ্গা ক্যাম্পে চলে আসে। ৭ মাস আগে তাকে একদল সন্ত্রাসী তুলে নিয়ে মুক্তিপণ দাবী করে। পরে দাবীকৃত মুক্তিপণ দিয়ে তাকে ফিরিয়ে আনা হয়। যারা অপহরণ করেছিল তারাই ইউসুফকে খুন করেছে বলে দাবি পরিবারের সদস্যদের।
৩ নং ক্যাম্পে বাসিন্দা হাকিম জানান, পুলিশ ক্যাম্পের উত্তর পাশে মৌলভী ছলিমের বাড়িতে ৩/৪ দিন ধরে আশ্রয় নিয়েছিল মোহাম্মদ ইউসুফ। দুদিন আগে মুখোশ পরিহিত কয়েকজন লোক তাকে হুমকি দিয়ে চলে যায়। ঠিক দুদিন পরে এই ঘটনাটি ঘটেছে।
মধুর ছড়া পুলিশ ক্যাম্পের কর্মকর্তা এসআই মোবারক হোসেন নিহতের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান।