মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

চকরিয়া উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করে চকরিয়া উপজেলার বেতুয়া বাজারের সন্নিকটে মাতামুহুরী নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলনের ৩টি ড্রেজার জব্দ করে ধ্বংস করা হয়েছে। এছাড়া পহরচাঁদা স্কুল এবং পহরচাঁদা মাদ্রাসা সংলগ্ন দুটি স্থানে পাহাড়কাটা বন্ধ করা হয় এবং পরিবেশ আইনে মামলা দায়ের করা হয়৷ এসময় মাটি কাটার একটি ভারী এস্কেভেটরও জব্দ করা হয়।

বুধবার ১১ মার্চ চকরিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট পরিচালনার সময় পরিবেশ অফিসের সহকারী পরিচালক, ইন্সপেক্টর সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন৷