* সৌদি আরবে করোনা ভাইরাসে আক্রান্ত -২১ জন  * কোয়ারেন্টাইনে – ৪৬৮ জন 

খলিল চৌধুরী, সৌদিআরব

যেসব সৌদি নাগরিক বর্তমানে আরব আমিরাত বা বাহরাইনে অবস্থান করছে তাদেরকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে ফেরার সময় বেঁধে দিয়েছে দেশটির দূতাবাস।
একই ঘোষণা বাহরাইনে অবস্থিত সৌদি নাগরিকদের জন্যও।
মঙ্গলবার (১০ মার্চ) এই ঘোষণা জারি করেছে সৌদি দূতাবাস।
ঘোষণায় বলা হয়েছে, আরব আমিরাত থেকে যারা সৌদি আরব প্রবেশ করবে, তাদেরকে স্থলপথে বা দুবাই এয়ারপোর্ট ব্যবহার করার পরামর্শ দেয়া হয়েছে।
এছাড়া সৌদি এরাবিয়ান এয়ারলাইন্স (সৌদিয়া) ব্যবহার করে দেশে ফেরতে আমিরাতে অবস্থিত সৌদি দূতাবাস পরামর্শ দিয়েছে।
মূলতঃ করোনা ভাইরাস প্রতিরোধে সকল প্রকার সতর্কতা ও ব্যবস্থা গ্রহণ করছে সৌদি সরকার।
ইতোমধ্যেই করোনা ভাইরাসে আক্রান্ত বেশিরভাগ দেশের নাগরিকদের সৌদিআরবে প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। বন্ধ করে দেয়া হয়েছে ওমরা ভিসা।
গত কয়েকদিনেই স্থল ও বিমানবন্দরে প্রায় ৫ লাখ মানুষের মেডিকেল টেস্ট করেছে সৌদি সরকার। আর কোয়ারান্টাইনে পাঠিয়েছে ৪৬৮ জনকে। ইতোমধ্যেই সৌদি আরবে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ২১ জনে দাঁড়িয়েছে। এই সংখ্যা আরো যাতে না বাড়ে সেজন্য সকল ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে সৌদি সরকার। সরকারিভাবে করোনা ভাইরাস সংক্রান্ত নির্দেশনা জারির পর থেকে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকেই বাসা বাড়ি থেকেও বের হচ্ছে না। জীবিকার প্রয়োজনে যারা বাসাবাড়ি থেকে বের হচ্ছে তারাও খুবই সতর্ক।