প্রেস বিজ্ঞপ্তি
মাইজভান্ডার দরবার শরীফের একনিষ্ঠ প্রচারক, কক্সবাজার জেলায় মাইজভাণ্ডারী তরিক্বার সর্বজন শ্রদ্ধেয় মুরব্বি, মইনীয়া যুব ফোরামের বিভাগীয় ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ ক্বারী মাওলানা কেরামত আলী মাইজভাণ্ডারী’র শ্রদ্ধেয় আব্বাজান, খলিফায়ে গাউছে জামান হযরত শাইখ আব্দুস সোবহান আল মাইজভাণ্ডারী প্রকাশঃ (সোবহান ফক্বির) ১১ মার্চ বুধবার সকাল সাড়ে ১১ টায় ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি একাধারে কয়েক দশক ধরে একনিষ্ঠভাবে মাইজভাণ্ডারী ত্বরিক্বা প্রচারে নিয়োজিত ছিলেন। বিশেষত তাঁহাকে কক্সবাজার জেলায় মাইজভাণ্ডারী তরিক্বার প্রথম সারির প্রচারক হিসেবে গণ্য করা হয়। টেকনাফ, উখিয়া কক্সবাজার শহরসহ বিভিন্ন জায়গাজুড়ে রয়েছে তাঁর অসংখ্য ভক্ত ও গুণগ্রাহী। তাঁর ৯ ছেলে ৮ মেয়ে ২ স্ত্রী রয়েছে।
বুধবার ‘বাদে আছর’ তার প্রথম জানাজা কক্সবাজার শহরের নুনিয়াছড়ায় এবং দ্বিতীয় জানাজা ‘বাদে এশা’ তাঁরই প্রতিষ্ঠিত অসিয়তকৃত আস্তানা দক্ষিণ কলাতলী মুজিব নগর শুকনাছড়িস্থ দরবার শরীফে দাফন সম্পন্ন হবে।
মাইজভাণ্ডারী তরিক্বার সোবহান ফকিরের ইন্তেকাল
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
