জাহাঙ্গীর আলম কাজল, নাইক্ষ্যংছড়ি:
“দুর্যোগ ঝুঁকি হ্রাসে পূর্ব প্রস্তুতি,টেকসই উন্নয়নে আনবে গতি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে নাইক্ষ্যংছড়িত জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টায় নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যাবস্থাপনা অধিদপ্তরের ব্যবস্থাপনায় নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসনের প্রাঙ্গণ হতে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে নাইক্ষ্যংছড়ি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার একই স্থানে এসে সমবেত হয়। র্যালীতে বিভিন্ন শ্রেণীপেশার জনসাধারণ অংশ নেন।
পরে উপজেলা প্রশাসনের হলরুমে চিত্রাংকন
ক্ষন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্হিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া অাফরিন কচি, উপজেলা প্রকৌশলী মো: তোফাজ্জল হোসেন ভুঁঞা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: সোহেল রানা, উপজেলা সমবায় অফিসার শ্রীজন কুমার বিশ্বাংগ্র, নাইক্ষ্যংছড়ি সদর ইউপি চেয়ারম্যন নুরুল অাবছার ইমন,উপজেলা একটি বাড়ি একটি খামার প্রকল্প কর্মকর্তা মো: মহিউদ্দিনসহ বিভিন্ন সরকারি – বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাও শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী এবং শিক্ষকরা উপস্হিত ছিলেন -এছাড়াও অগ্নিকান্ড, ভুমিকম্প ও যে কোন বিপদে কিভাবে নিজেদের রক্ষা করতে হবে এবং প্রাথমিক চিকিৎসা নিতে হবে উপর একটি মহড়া প্রদর্শন করে।
নাইক্ষ্যংছড়িতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
