শাহেদ মিজান, সিবিএন:
কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান বলেছেন, যুবলীগ মানে যুবকদের এক ঠিকানা। দেশের বিভিন্ন প্রয়োজনে এই যুবলীগের নেতাকর্মীরা সব সময় এগিয়ে আসে এবং অগ্রগামী হয়ে নিজেদের সর্বোচ্চ দিয়ে দেশ ও মানুষের প্রয়োজনে কাজ করে। বর্তমান করোনা আক্রান্ত প্রেক্ষাপটেও কক্সবাজারে যুবলীগের নেতাকর্মীরা তেমন ভূমিকা রাখতে সক্ষম হবে।
মঙ্গলবার বিকালে জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমদ বাহাদুরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শহীদুল হক সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠিত জেলা যুবলীগ আয়োজিত করোনা প্রতিরোধে সচেতনতামূলক কর্মশালার প্রধান অতিথি বক্তব্যে তিনি একথা বলেন। তিনি এই কর্মশালার উদ্বোধন করেন।
মেয়র মুজিবুর রহমান বলেন, করোনা নিয়ে দেশের এই জরুরী মুহূর্তে কর্মশালার আয়োজন এবং জনসাধারণের মাঝে সচেতনতা বাড়ানো যে উদ্যোগ গ্রহণ করেছে অত্যন্ত প্রশংসনীয়। করোনা প্রতিরোধে সম্ভবত যুবলীগের এই কর্মসূচীই হয়তো সংগঠনিক ভিত্তিক দেশের প্রথম কর্মসূচী। তাৎক্ষণিক এমন একটি সিদ্ধান্তই প্রমাণ করে কক্সবাজার জেলা যুবলীগের নেতৃবৃন্দ অত্যন্ত বিচক্ষণ। এই বিচক্ষণতা দিয়ে কক্সবাজারে করোনা প্রতিরোধে জেলা যুবলীগ আলোচিত ভূমিকা রাখতে পারবে বলে আমার বিশ্বাস। এসময় তিনি যুবলীগের কর্মসূচীতে সকল ধরণের সহযোগিতা দিবেন বলে আশ্বস্ত করেন।
মেয়র যুবলীগের নেতাকর্মীসহ জনসাধারণকে উদ্দেশ্যে করে বলেন, করোনা নিয়ে আতঙ্ক বা ভয় পাবেন না। আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি হয়নি। আতঙ্কিত না হয়ে করণীয় সম্পর্কে নিজেদের সচেতন হতে এবং অন্যদের সচেতন করতে হবে।
করোনা প্রতিরোধে সচেতনতামূলক কর্মশালায় করোনা নিয়ে আলোচনা করেন প্রধান আলোচক ডা. জাহিদুল মোস্তফা এবং প্রধান সমম্বয়কারী জেলা যুবলীগ নেতা ডা. রিপন চৌধরী।