বান্দরবান সংবাদদাতা
“দুর্যোগ ঝুঁকি হ্রাসে পূর্ব প্রস্তুতি,টেকসই উন্নয়নে আনবে গতি ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে বান্দরবানে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে ।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যাবস্থাপনা অধিদপ্তরের ব্যবস্থাপনায় বান্দরবান জেলা প্রশাসকের প্রাঙ্গণ হতে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার একই স্থানে এসে সমবেত হয় । র্যালীতে ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে বিভিন্ন শ্রেণীপেশার জনসাধারণ অংশ নেন।
পরে জেলা প্রশাসকের প্রাঙ্গণ এক অগ্নি নির্বাপক মহড়া অনুষ্ঠিত হয়। এসময় বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্য এবং রেডক্রিসেন্টের কর্মীরা অগ্নিকান্ড, ভুমিকম্প ও যে কোন বিপদে কিভাবে নিজেদের রক্ষা করতে হবে এবং প্রাথমিক চিকিৎসা নিতে হবে উপর একটি মহড়া প্রদর্শন করে।
এসময় জেলা প্রশাসক মো: দাউদুল ইসলাম,অতিরিক্ত জেলা প্রশাসক মো: শামীম হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার মো:মোবাশ্বের হোসেন, বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক কামাল উদ্দিন ভুইয়া,জেলা দুর্যোগ ও ত্রাণ বিষয়ক কর্মকর্তা মো: কামরুল আহসানসহ বিভিন্ন সরকারি-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা ও শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী এবং শিক্ষকেরা উপস্থিত ছিলেন।