মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

দুঘটনা এড়াতে আইন না মেনে ব্যবহৃত একশ’ বিভিন্ন ধরনের গাড়ি থেকে হাইড্রলিক্স হর্ণ খুলে ফেলা হয়েছে। গাড়ি থেকে অপসারণ করা হাইড্রলিক্স হর্ণগুলো পরে ধ্বংস করা হয়।

কক্সবাজার জেলা পুলিশের ট্রাফিক বিভাগের এক ব্যতিক্রমী অভিযানে এ ব্যবস্থা নেওয়া হয়। কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ইকবাল হোসাইনের নেতৃত্বে ও ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ সুপার বাবুল চন্দ্র বণিকের তত্বাবধানে সোমবার ৯ মার্চ এ অভিযান পরিচালনা করা হয়।

ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ সুপার বাবুল চন্দ্র বণিক সিবিএন-কে বলেন, গাড়িতে হাইড্রলিক্স হর্ণ থাকলে সেটি বাজিয়ে ওভার টেকিং প্রবনতা বেশি করতে দেখা যায়। ফলে অহেতুক প্রতিযোগিতামূলক গাড়ি চালানোর কারনে দূর্ঘটনা সম্ভাবনা বেশী থাকে। প্রানহানির আশংকা বাড়ে। তিনি বলেন, আগামীতে এধরণের অভিযান আরো চালানো হবে। অভিযানে ট্রাফিক বিভাগের কর্মকর্তা ও সদস্যরা অংশ নেন। ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ সুপার বাবুল চন্দ্র বণিক আরো জানান, সোমবার কক্সবাজার শহর, কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনাল ও আশেপাশের এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।