মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

ইয়াবা টেবলেট পাচারের দায়ে কক্সবাজারের যুগ্ন জেলা ও দায়রা জজ মাহমুদুল হাসান এক মহিলাকে ৫ বছরের সশ্রম কারাদন্ড, ২ হাজার টাকা অর্থদন্ড ও অর্থদন্ড অনাদায়ে আরো ১০ দিনের কারাদন্ডের আদেশ দিয়েছেন। সোমবার ৯ মার্চ আদালতে এ রায় প্রদান করা হয়।

মামলার সংক্ষিপ্ত বিবরণ হলো-২০১৩ সালের ১৮ মে টেকনাফ উপজেলার হ্নীলা প্রি ক্যাডেট স্কুলের সামনে রাস্তায় বিজিবি’র একটি টিম অভিযান চালিয়ে একই উপজেলার হ্নীলা ফুলের ডেইল গ্রামের নুরুল আলমের কন্যা তাসমিন আক্তারকে ৪৭০ পিচ ইয়াবা টেবলেট সহ গ্রেপ্তার করে। এ ঘটনায় বিজিবি’র জিবিও মোহাম্মদ মুজিবুর রহমান বাদী হয়ে টেকনাফ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। মামলাটির এসটি নম্বর-২০৬৩/২০১৫ ইংরেজি। মামলাটির অভিযোগ গঠন করে ৬ জনের সাক্ষ্য গ্রহন, জেরা, শুনানি, যুক্তিতর্ক শেষে কক্সবাজারের যুগ্ন জেলা ও দায়রা জজ মাহমুদুল হাসান আসামী তাসমিন আক্তারকে উল্লেখিত সাজা প্রদান করেন। আদালতে রাষ্ট্র পক্ষে মামলাটি পরিচালনা করেন, এপিপি অ্যডভোকেট আবুল কাসেম।