মুহাম্মদ মনজুর আলম,চকরিয়া:
চকরিয়ার কাকারা ইউনিয়নের উত্তর কাকারা মডেল উচ্চ বিদ্যালয় ও দরগাহ রাস্তার মাথা স্টেশনে ‘ফুটন্ত গোলাপ একতা সংঘ’র‘ উদ্যোগে , অন্বেষণ সোস্যাল এন্ড ব্লাড ডোনার’স সোসাইটির কারিগরি সহযোগিতায় দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্যক্রম পরিচালনা করা হয়েছে ।

৮মার্চ রবিবার সকাল ১০ টায় উত্তর কাকারা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আলি আহমদ ও কাকারা ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আনিসুর রহমান বণার্ঢ্য ভাবে এ ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন। তারা দু’জনই এই মহতী উদ্যোগকে স্বাগত জানিয়ে আয়োজকদের প্রশংসা করেন এবং ভবিষ্যতে যে কোন সামাজিক ভাল কাজে পাশে থাকার অঙ্গিকার করেন।

ফুটন্ত গোলাপ একতা সংঘ’র সভাপতি সাইফুল ইসলাম সায়মন বলেন , অন্বেষণ সোস্যাল এন্ড ব্লাড ডোনার’স সোসাইটির কারিগরি সহযোগিতায় স্থানীয় ফুটন্ত গোলাপ একতা সংঘ’র উদ্যোগে, দিনব্যাপী প্রায় পাঁচ শতাধিক নারী-পুরুষকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, এই এলাকার জনসাধারণের সার্বিক সহযোগিতা পরামর্শ ও উৎসাহ পেলে , আগামীতে পর্যায়ক্রমে কাকারাস্থ স্কুল, মাদ্রাসা, স্টেশনে ‘ফুটন্ত গোলাপ একতা সংঘ’র‘ উদ্যোগে আরোও বৃহত্তর পরিশরে বিনামূল্যে কয়েক হাজার নারী পুরুষকে রক্তের গ্রুপ নির্ণয় করে দেয়া হবে।