সিবিএন ডেস্ক
করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় সৌদি আরবে অনির্দিষ্টকালের জন্য স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। স্থানীয় সময় রবিবার (৮ মার্চ) এই ঘোষণা দেওয়া হয়। এছাড়াও দেশটির তেলসমৃদ্ধ কাতিফ প্রদেশকে অবরুদ্ধ ঘোষণা করা হয়েছে।

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স এসব তথ্য জানিয়েছে।

বলা হয়, সম্প্রতি কাতিফ প্রদেশের ১১ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পর প্রদেশটিকে কোয়ারেন্টাইন ঘোষণা করেছে সরকার। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখতে বলা হয়েছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম।