রামু প্রতিনিধি
মাদক ব্যবসায় সম্পৃক্ত রামুর রাজারকুল ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগ ৮নং ওয়ার্ড শাখার সভাপতি শহিদুল ইসলাম প্রকাশ শফিক মেম্বার এর পূর্ব রাজারকুলস্থ বাড়িতে গত ৪ মার্চ র‌্যাব অভিযান চালিয়ে ২০ হাজার ইয়াবা এবং নগদ টাকা উদ্ধার করে। একজন জনপ্রতিনিধি হয়ে মাদকের ব্যবসায় জড়িত থাকায় শহিদুল ইসলাম প্রকাশ শফিক মেম্বারের অপকর্মের তীব্র নিন্দা জানিয়েছেন রাজারকুল ইউনিয়ন পরিষদ নেতবৃন্দ।

রবিবার (৮ মার্চ) পরিষদ কার্যালয়ে আয়োজিত এক সভায় মাদক ব্যবসায় অভিযুক্ত ইউপি মেম্বার শহিদুল ইসলাম প্রকাশ শফিক মেম্বারের অপকর্মের তীব্র নিন্দা জানিয়েছে বক্তব্য রাখেন, রাজারকুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুফিজুর রহমান মুফিজ, মেম্বার রিটন বড়ুয়া, সাহাব উদ্দিন, সরওয়ার কামাল, ফরিদুল আলম, আবদুল গফুর, মো. ছৈয়দ নুর, শামসুল আলম, মহিলা মেম্বার আসমাউল হোসনা, আল্পনা শর্মা ও আঙ্গুর প্রভা বড়ুয়া, ইউপি সচিব সতিন্দ্র কুমার ধর এবং ডিজিটাল তথ্যসেবার উদ্যোক্তা বিপন বড়ুয়া প্রমূখ।

সভায় নেতৃবৃন্দ এ ধরনের প্রশংসনীয় অভিযান পরিচালনার মাধ্যমে মাদকের প্রতিরোধে সাহসী ভূমিকা রাখায় রাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়। রাজারকুল ইউনিয়ন পরিষদ নেতৃবৃন্দ আগামীতে এ ধরনের অভিযান পরিচালনার মাধ্যম এলাকাকে মাদকমুক্ত করার জন্য র‌্যাব সহ সকল আইনশৃংখলাবাহিনীর প্রতি অনুরোধ জানান।