জাহাঙ্গীর আলম কাজল, নাইক্ষ্যংছড়ি:
পার্বত্য বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনয়নে নবনির্মিত নাইক্ষ্যংছড়ি ধুংরী হেডম্যান বৌদ্ধ বিহারসহ তিনটি প্রকল্পের উদ্বোধন করেন পার্বত্য মন্ত্রী বাবু বীর বাহাদুর উশৈসিং এমপি।
রবিবার (৮মার্চ ) দুপুর ১১টায় নবনির্মিত এই নাইক্ষ্যংছড়ি ধুংরী হেডম্যান পাড়ার কেন্দ্রীয় বৌদ্ধ বিহার ও পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ড ৩০ লক্ষ ব্যয়ে কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে চেরাংঘর। এছাড়া সরকারি সফরে পৌঁছে পার্বত্যমন্ত্রী সকাল সাড়ে ১১টায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ৪০ লক্ষ টাকা ব্যয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা সদরের গ্যালারি উদ্বোধন করেন।
দুপুর সাড়ে ১২টায় নবনির্মিত ধুংরী হেডম্যানের মাঠে ধুংরী হেডম্যন পাড়ার কেন্দ্রীয় বৌদ্ধ বিহার কমিটির আয়োজনে এক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেয় পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধুংরী হেডম্যন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ আসাফা মাহাতের।
এসময় অতিথি ছিলেন -নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অধিনায়ক লে: কর্ণেল আসাদুজ্জামান খান, বান্দরবান অতিরিক্ত জেলা প্রশাসক শফিউল আলম, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আলী হোসেন, পার্বত্য উন্নয়ন বোডের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোঃ ইয়াছির আরাফাত, নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী সভাপতি অধ্যাপক মো: শফিউল্লাহ
উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন কচি, নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের অফিসার ইনচার্জ মো: আনোয়ার হোসেন, জেলাপরিষদ সদস্য ক্যানোওয়ান চাক, উপজেলাপরিষদের ভাইস চেয়ারম্যান মংহ্লাওয়ে মারমা, ভাইস চেয়ারম্যন মহিলা শামীমা আক্তার উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু তাহের কোংপানী, নাইক্ষ্যংছড়ি সদরের সাবেক ইউপি চেয়ারম্যন ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি তসলিম ইকবাল চৌধুরী সাধারণ সম্পাদক মো: ইমরান মেম্বার, বাইশারী ইউপি চেয়ারম্যান মো: আলম সদর ইউপি চেয়ারম্যন নুরুল আবছার, সোনাইছড়ি ইউপি চেয়ারম্যন এ্যনিং মারমা, ঘুমধুম ইউপি চেয়ারম্যন জাহাঙ্গীর আজিজসহ প্রমূখ।
উদ্বোধন অনুষ্ঠানে পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর বলেন, যোগাযোগ, স্বাস্থ্যসেবার উন্নয়নে এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে গেল নাইক্ষ্যংছড়ি ইউনিয়নসহ পুরো উপজেলা। আগামীতে বিদ্যুৎসহ সব দাবী পূরণ করার প্রতিশ্রুতি দিয়ে বীর বাহাদুর আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সু-নজর রয়েছে পার্বত্য এলাকায়। এই সু-নজরের কারণে পাহাড়ে উন্নয়নের যাত্রা অব্যাহত রয়েছে। এছাড়াও উদ্ধোধনী অনুষ্টানে সরকারি ও বেসরকারি প্রতিষ্টানের কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্হিত ছিলেন।