প্রেস বিজ্ঞপ্তি:

৯৪ ক্লাব কক্সবাজার রজত জয়ন্তি আগামী ২০ই মার্চ ২০২০ ইংরেজী তারিখে সফল করার লক্ষে ভেন্যু শৃঙ্খলার ও আপ্যায়ন উপ-কমিটির এর সভা ৭ মার্চ ভেন্যু শৃঙ্খলার উপ-কমিটির আহবায়ক পুলিশ ইন্সপেক্টর মোহাম্মদ ইয়াছিন এর সভাপতিত্বে শহরের অভিজাত হোটেল ফিস ওয়ার্ল্ডে অনুষ্ঠিত হয় ।
সভায় উপস্থিত ছিলেন, ৯৪ ক্লাব কক্সবাজার আহবায়ক গিয়াস উদ্দিন জিকু, আপ্যায়ন উপকমিটির সদস্য সচিব রাশেদ আবেদীন সবুজ, যুগ্ন আহবায়ক সফিউল আজম চৌধুরী, আবু এরশাদ জুয়েল, ভেন্যু শৃঙ্খলা উপ কমিটির সদস্য সচিব মিজানুর রহমান, যুগ্ন আহবায়ক গিয়াস উদ্দিন,
প্রকাশনা উপ কমিটির আহবায়ক হাসানুর রশীদ, সদস্য সচিব মাহবুবর রহমান ছিদ্দিকী, যুগ্ন আহবায়ক পরিতোষ বড়–য়া, নুরুল আমিন, পিকলুময় পাাল, এম, শামসুল ইসলাম, যোগাযোগ উপ-কমিটির আহবায়ক হারুন অর রশিদ, অতিথি আমন্ত্রণ কমিটির সদস্য সচিব মনছুর আলম কাউন্সিলর, প্রচার উপ- কমিটির আহবায়ক শাহ আলম ছিদ্দিকী, সদস্য সচিব শেখ ইয়াকুব আলী ইমন, অভ্যার্থনা উপ-কমিটির আহবায়ক দেলোয়ার হোসেন, সদস্য সচিব মোহাম্মদ ইসহাক মান্না, সহযোগিতা উপ- কমিটির আহবায়ক মোস্তফা কামাল, যুগ্ন আহবায়ক সাখাওয়াত হোসেন, র‌্যালি উপ- কমিটির যুগ্ন আহবায়ক আবদুস ছবুর, আইসিটি উপ- কমিটির আহবায়ক ইন্জিনিয়ার বিশ্বজিত দাশ টিংকু, যুগ্ন আহবায়ক দিলীপ রুদ্্র, ক্রীড়া উপ- কমিটির যুগ্ন আহবায়ক আবছার কামাল, হাবিব উল্লাহ, সাংস্কৃতিক উপ-কমিটির সদস্য সচিব এম শরিফুল ইসলাম, ভেন্যু ও আপ্যায়ন সদস্য মো. আমির হোসেন, প্রমথেশ বড়–য়া লিটন, সবুজ দত্ত শ্যামল, মো. শাহজাহান, মামুন ইফতেখার, সুভাস দাশ, আবুল কালাম, প্রমুখ নেতৃবৃন্দ।
সভায় উপস্থিত সদস্যরা বিভিন্ন গুরুত্বপূর্ণ মতামত পেশ করেন ও সভায় সব সম্মতিএমে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয় ।