ক্রীড়া প্রতিবেদক
কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটির প্রথম সভা ৫ মার্চ সন্ধ্যায় জেলা ক্রীড়া সংস্থার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ কামাল হোসেন বলেছেন-অগ্রসরমান কক্সবাজারের ক্রীড়াঙ্গনকে আরো এগিয়ে নিতে জেলা ক্রীড়া সংস্থার নব-নির্বাচিত কমিটিকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। সভায় আগামী ৩ এপ্রিল কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে জেলার আট উপজেলা ফুটবল দলের সাথে কক্সবাজার পৌরসভা একাদশসহ নয়টি দলকে নিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপ শুরু, মুজিব বর্ষ উপলক্ষ্যে আসন্ন বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসে বিভিন্ন ডিসিপ্লিনে দল পাঠানোর সিদ্ধান্ত গৃহিত হয়। এছাড়া স্টেডিয়ামের ১৮ টি দোকান যথাযথ প্রক্রিয়ার সাথে পূনঃ টেন্ডারের মাধ্যমে নতুন করে ভাড়া দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন- জেলা ক্রীড়া সংস্থার নব-নির্বাচিত সাধারন সম্পাদক জসিম উদ্দিন।

সভায় উপস্থিত ছিলেন-অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মাসুদুর রহমান মোল্লা, সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) বাবুল ভৌমিক, সহ-সভাপতি অধ্যক্ষ জসিম উদ্দিন, অনুপ বড়ুয়া অপু, বিজন বড়ুয়া, অতিরিক্ত সাধারন সম্পাদক মাহমুদুল করিম মাদু, যুগ্ন সম্পাদক শাহিনুল হক মার্শাল,হেলাল উদ্দিন কবির, ট্রেজারার এ. কে.এম রাশেদ হোসাইন নান্নু, নির্বাহী সদস্য-হারুন-অর রশিদ, প্রভাষক মোঃ জসিম উদ্দিন, শোয়েব ইফতেকার, ওসমান সরওয়ার আলম, এম. জাহেদ উল্লাহ, ওমর ফারুক ফরহাদ, এম.আর মাহবুব, আমিনুল ইসলাম মুকুল, পরেশ কান্তি দে, রতন দাশ, আলী রেজা তসলিম, আজমুল হুদা, মোহাম্মদ খোরশেদ আলম, আশরাফুল আজিজ সুজন, খালেদা জেসমিন, আয়েশা সিরাজ, জেলা ক্রীড়া অফিসার আফাজ উদ্দিন প্রমূখ।

সভায়- সারা দেশের সাথে সঙ্গতি রেখে কক্সবাজারে আসন্ন মুজিব বর্ষ উদযাপনে জেলা ক্রীড়া সংস্থার বর্ণিল ও কার্যকর অংশ নেয়ারও সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া ডিএসএ সদস্য পরেশ কান্তি দে বেঠকে স্টেডিয়ামের পশ্চিম-দক্ষিণ সড়কে স্টেডিয়াম গেইট ও স্টেডিয়ামের সম্মুখ চত্বরে ফুটবল ভাস্কর্য নির্মাণের প্রস্তাব পেশ করেন।